Ranbir Kapoor With Team Animal (Photo Credit: Instagram)

হায়দরাবাদ, ২৮ নভেম্বর: অ্যানিমেল-এর প্রমোশনে রণবীর কাপুর হায়দরাবাদে হাজির হলে, সেখানে বিতর্কিত মন্তব্য করেন তেলুগু মন্ত্রী। অ্যানিমেল-এর প্রমোশনে রণবীররা হায়দরাবাদে হাজির হলে, সেখানে তেলুগু মন্ত্রী মাল্লা রেড্ডিও ছিলেন। মাল্লা রেড্ডি বলেন, খুব শিগগিরই তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি গোটা ভারতে  দাপিয়ে বেড়াবে। তিনি বলেন, 'রণবীর আপনাকে একটি কথা বলতে চাই। আগামী ৫ বছরে গোটা বলিউড, হলিউড চালাবে তেলুগু মানুষজন। আগামী ৫ বছরে আপনাকেও মুম্বই ছেড়ে হায়দরাবাদে এসে থাকতে হবে। কারণ বম্বে পুরনো হয়ে গিয়েছে। বেঙ্গালুরুতে ট্রাফিক জ্যাম হয়ে গিয়েছে। বর্তমানে গোটা ভারতে একটি মাত্র শহরই রয়েছে। আর তা হল হায়য়দরাবাদ।'

 

হায়দরাবাদে রাজামৌলির মত মানুষ রয়েছেন। তেলুগুদের হাত ধরেই মুক্তি পায় পুষ্পার মত সিনেমা। যা গোটা ভারত জুড়ে দাপট দেখায় বলেও মন্তব্য করতে শোনা যায় তেলাঙ্গানার মন্ত্রী মাল্লা রেড্ডিকে।