মুম্বই, ৯ জুন: বিকি কৌশল (Vicky Kaushal) এবং ক্যাটরিনা কাইফ সম্পর্কে জড়িয়েছেন। এনই দাবি করলেন হর্ষবর্দ্ধন কাপুর। অনিল-পুত্রের ওই দাবি প্রকাশ্যে আসতেই 'ভিকক্যাটের' অনুরাগীরা ফের বি টাউনের এই জুটিকে নিয়ে চর্চা শুরু করেছেন।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে হাজির হন হর্ষবর্দ্ধন কাপুর (Harsh Varrdhan Kapoor)। সেখানে ইন্ডাস্ট্রির কোন জুটি নিজেদের মধ্যে সম্পর্কে জড়িয়েছেন আর কারা নিজেদের পি আর-এর কথায় সম্পর্ক নিয়ে দর্শকের সামনে খেলা করছেন বলে প্রশ্ন করা হয়। যার উত্তরে বিকি কৌশল, ক্যাটরিনা কাইফের ( Katrina Kaif) নাম করেন হর্ষবর্দ্ধন কাপুর।
আরও পড়ুন: Nusrat Jahan: নিখিলের সঙ্গে বিয়েই হয়নি, একসঙ্গে থাকতেন, বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন নুসরত
তিনি বলেন, বিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ সম্পর্কে জড়িয়েছেন, এটা সত্য়ি। নিজের ওই দাবির পর হেসে ফেলেন অভিনেতা। পাশাপাশি বিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের সম্পর্কের কথা প্রকাশ্যে এনে তিনি কি কোনও সমস্যায় পড়তে পারেন বলেও মজার ছলে প্রশ্ন করেন হর্ষর্দ্ধন কাপুর।