প্রয়াত বিশিষ্ট অভিনেতা গিরিশ করনাড, শোকের ছায়া বলিউডে
গিরিশ করনাড(Photo Credit-Instagram)

বেঙ্গালুরু, ১০ জুন, ২০১৯:‌ প্রয়াত বিশিষ্ট অভিনেতা(Veteran Actor), নাট্যব্যক্তিত্ব এবং সমাজকর্মী গিরিশ করনাড(Girish Karnad)। সোমবার সকাল সাড়ে ৬টা নাগাদ বেঙ্গালুরুর একটি হাসপাতালে মারা যান তিনি। বয়স হয়েছিল ৮১ বছর। দক্ষিণ ভারতের সিনেমা দিয়েই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন তিনি। তবে সিনেমায় অভিনয়ের আগে থেকেই থিয়েটার শিল্পী হিসেবে জনপ্রিয়তা পেয়েছিলেন গিরিশ। ১৯৭৪ সালে তাঁকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করে ভারত সরকার।

জন্মেছিলেন মুম্বইয়ে(Mumbai)। ১৯৩৮ সালের ১৯ মে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি নিয়েও অভিনয়কেই পেশা হিসেবে বেছে নিয়েছিলেন। আরও পড়ুন, Journalis Arrested: Social Media যোগীকে নিযে কটূক্তি, গ্রেপ্তার সাংবাদিক

নাট্য রচনাও করতেন তিনি। তাঁর লেখা যাত্রী(‌১৯৬১)‌, তুঘলক(‌১৯৬৪)‌, হয়াভানন্দন(‌১৯৭২)‌ নাটক গুলি বিশেষ ভাবে সমালোচিত হয়েছিল। ১৯৭০ সালে কন্নড় সিনেমা সংস্কারা দিয়ে সেলুলয়েডে অভিনয় শুরু করেন তিনি। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ শিল্পী মহল। টুইটে শোক প্রকাশ করেছেন কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী সদানন্দ গৌড়া।