মুম্বই, ১৮ ডিসেম্বর: ৯২-এ চলার পথ থেমে গেল। চলে গেলেন কিংবদন্তী অভিনেতা ও থিয়েটার কর্মী শ্রীরাম লাগু। ‘গান্ধী’ ছবিতে গোপাল কৃষ্ণ গান্ধীর চরিত্রে অভিনয় করেছিলেন শ্রীরাম লাগু (Shriram Lagoo)। ১৯২৭ সালের ১৬নভেম্বর মহারাষ্ট্রের সাতারার্তে জন্ম হয় শ্রীরামের। প্রায় একশোরও বেশি হিন্দি ছবিতে অভিনয় করেছেন তিনি। হিন্দি ছবির পাশাপাশি মারাঠি এবং গুজরাতি ছবিতেও কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। শুধু তাই নয়, মারাঠি নাটক 'নটসম্রাট'-এ তাঁর চরিত্র ভীষণভাবে প্রশংসিত হয়েছিল। অনেক দিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এই অভিনেতা। শেষ কয়েকদিন পুণের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
Saddened at the passing away of veteran actor Dr Shriram Lagoo. An accomplished thespian, his role portrayals were a hallmark of many Hindi films, Marathi films and stage for over four decades. My condolences to his family and fans
— Mamata Banerjee (@MamataOfficial) December 17, 2019
My tributes to all time great artist Shreeram Lagoo. We have lost a versatile personality. A unique theatre actor dominated silver screen and created impact. He was social activists simultaneously.
— Prakash Javadekar (@PrakashJavdekar) December 17, 2019
Saddened to learn about Dr. Shreeram Lagoo’s death.
Most in my generation of non-Marathi speaking fans discovered him via Hindi films, in my case, Lawaaris, which began a life long journey of imbibing his great works.
Dr Lagoo was a legend in every sense of the word. https://t.co/I6HFnj2pUI
— Gautam Chintamani (@GChintamani) December 17, 2019
এই প্রবীণ অভিনেতার মৃত্যুতে সিনে দুনিয়ার পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বরাও শোক প্রকাশ করেছেন। শতাধিক ছবিতে অভিনয় করেছেন লাগু। এর মধ্যে হিন্দি ছাড়াও রয়েছে মারাঠি ছবি। অভিনয় ও পরিচালনা করেছেন বহু নাটক। হিন্দি, মারাঠি ও গুজরাতি ভাষার নাটকে তিনি ছিলেন প্রথিতযশা অভিনেতা। কমপক্ষে ২০টি নাটক পরিচালনা করেছেন তিনি। ১৯৭৪ সালে 'ঘারোন্দা' ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য তাঁর ঝুলিতে আসে বেশ কয়েকটি পুরস্কারও।