Urvashi Rautela ED Quiz: 1XBet নামের এক অনলাইন অবৈধ বেটিং অ্য়াপে অর্থপাচার কাণ্ডের তদন্তে এদিন দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) সদর দফতরে দীর্ঘক্ষণ জেরা করা হল বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকে। উর্বশীকে এর আগে দুবার ইডি তলবের নোটিশ পাঠালেও তিনি যাননি। তবে এদিন সকাল ১০টা নাগাদ 'কাবিল' থেকে 'সনম রে' সিনেমার অভিনেত্রী ইডি অফিসে ঢোকেন। আর দীর্ঘ জেরা শেষে উবর্শী ইডি অফিস ছাড়েন রাত ৯টা নাগাদ। ক দিন আগেই '1XBet'বেটিং অ্যাপ কাণ্ডে জেরা করার জন্য ডেকে পাঠানো হয় টিম ইন্ডিয়ার প্রাক্তন অলরাউন্ডার তথা বিশ্বকাপ জয়ী ক্রিকেটার যুবরাজ সিংকে। টলিউড অভিনেত্রী তথা প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তী, অঙ্কুশ হাজারেও এই কাণ্ডে জেরা করেছে ইডি। ভারতের প্রাক্তন ক্রিকেটারদের যেমন শিখর ধাওয়ান, সুরেশ রায়না, রবীন উথাপ্পাদেরও এই অবৈধ বেটিং অ্যাপের তদন্তের জন্য তলব করা হয়েছিল।
যেসব সেলেবদের এই কাণ্ডে জেরা বা তলব করেছে ইডি
সেলেব অভিনেতা-ক্রিকেটারদের কাছে ইডি কর্তারা বেশ কয়েক দফা দীর্ঘ প্রশ্নের মাধ্যমে জানাতে চান 1XBet বেটিং অ্যাপের অর্থপাচার সহ বিভিন্ন আর্থিক দুনীর্তিতে নিয়ে তারা কতটা ওয়াকিবহাল ছিলেন। সেলেবরা প্রায় সবাই বলেছেন, তারা অর্থের বিনিময়ে বাকি প্রোডাক্টগুলির মতই বিজ্ঞাপনের প্রচার করেছেন। তারা এর চেয়ে বেশি কিছু জানেন না। সোনু সুদ, বাহুবলী খ্যাত রানা দাগগুবাতি, প্রকাশ রাজের মত চলচ্চিত্র তারকারও এই অ্যাপটির বিজ্ঞাপন করায় মিমি, উবর্শীদের মত ইডি জেরার মত পড়তে হয়।
জেরা শেষে ইডি অফিস থেকে বের হচ্ছেন উবর্শী রাউতেলা
VIDEO | Delhi: Actor and model Urvashi Rautela leaves the Enforcement Directorate (ED) office.
The ED questioned her in a money laundering case linked to an online betting and gaming platform named 1xbet.
(Full video available on PTI Videos - https://t.co/n147TvqRQz) pic.twitter.com/yBkZ29qRR2
— Press Trust of India (@PTI_News) September 30, 2025
কী পরিকল্পনা ইডি-র
দেশের বহু সেলেব্রিটি সেলিব্রিটি (ক্রিকেটার, অভিনেতা) বেটিং অ্যাপটির প্রমোশন করেন, যার বিনিময়ে তাঁরা মোটা অর্থের এন্ডোর্সমেন্ট ফি পান। কেন্দ্রীয় সংস্থা ED এই ফি দিয়ে কেনা সম্পত্তিকে 'প্রসিডস অফ ক্রাইম' বলে বিবেচনা করছে এবং সেগুলি বাজেয়াপ্ত করার পরিকল্পনা করছে।