মুম্বই, ১৮ মে: তাঁকে বলিউডের অন্যতম সেরা সুন্দরী নায়িকা হিসেবে ধরা হয়। উর্বশী রাউতেলা মানেই উত্তাপ, সৌন্দর্য। বলিউড তার সৌন্দর্যের কদর করে বলেই অভিনয় তেমন ভাল না করেও, বড় কিছু প্রজেক্টে কাজ করেছেন। সেই উর্বশীকে এবার ৭৫তম কান চলচ্চিত্র উৎসব (Cannes Film Festival 2022) রেড কার্পেটে হাঁটতে দেখা গেল। কান-এ এই প্রথম উর্বশীকে রেড কার্পেটে দেখা গেল। আর কানে অভিষেকে উজ্জ্বল উর্বশী। কাঁধ খোলা গাউনে সকলের নজর কেড়েছেন উর্বশী। বলিউড সিনেমায় সেভাবে না চললেও ফ্যাশান-বিজ্ঞাপনের দুনিয়ায় ভাল কদর আছে উবর্শীর।
২০১৬ সালে সনম রে সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। হৃতিক রোশনের সুপার হিট সিনেমা কাবিল-এ আইটমে ডান্স, গ্রেট গ্র্যান্ড মস্তি ও হেট স্টোরি ৪-এর মত সিনেমায় উষ্ণতা ছড়ানোর রোলে অভিময় করেন তিনি। তবে কখনই নিজেকে অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে না পারলেও, সৌন্দর্যে বাজিমাত করেন তিনি। আরও পড়ুন:
দেখুন কান-এ উর্বশীর অভিষেক
#UrvashiRautela looking so beautiful at Cannes 2022 pic.twitter.com/KQviXOel2p
— 𝕬𝖇𝖍𝖎𝖏𝖊𝖊𝖙 𝕽𝖆𝖚𝖙𝖍𝖆𝖓 💫🇮🇳 (@AbhijeetR27) May 18, 2022
এদিকে উর্বশীর মত চলতি বছর কান চলচ্চিত্র উৎসবে প্রথমবার রেড কার্পেটে হাঁটতে দেখা গেল পূজা হেগড়ে, তামান্না ভাটিয়াদেরও। সাদা-কালো গাউনে বোল্ড লুকে ধরা দিয়েছেন তামান্না ভাটিয়া।
দেখুন তামান্নার কানে উপস্থিত
Elegancy 😍🖤🤍#TamannaahBhatia pic.twitter.com/D2STb7zQgr
— Rk de Villiers (@deVilliersRK17) May 18, 2022
কানে যোগ দিতে গিয়েছেন পূজা হেগড়েও
#PoojaHegde exudes #French vibes as she flies to #France for #CannesFilmFestival!
Check it out: https://t.co/uA4l8DQom1
— Bollywood Film Fame Canada (@BFFCmag) May 18, 2022
ফ্রান্সের রিভেরা শহরে কান চলচ্চিত্র উৎসবের প্রথম দিনেই বলিউডের নতুন সুন্দরীরা মাতিয়ে দিলেন। ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে মোট ন'জন বিচারক রয়েছেন। যাঁর মধ্যে একজন দীপিকা পাড়ুকোন।
দেখুন জুরি বোর্ডে থাকা দীপিকার বক্তব্য
Deepika Padukone talks about being a part of the Cannes 2022 jury member. Listen in to what she has to say.
Video - AFP#deepikapadukone#deepikaatcannes#cannes#cannes2022pic.twitter.com/S7g5B38qAQ
— IndiaToday (@IndiaToday) May 18, 2022
তামান্না-উর্বশীদের পাশাপাশি এ বছর কানে রয়েছেন পরিচালক শেখর কাপুর, ঐশ্বর্য রায় বচ্চন-এর মতো ভারতীয় তারকারা।
দেখুন ছবিতে
Aishwarya Rai Bachchan and Deepika Padukone will raise the temperature when both walk on red carpet at the Cannes Film Festival 2022. #AishwaryaRaiBachchan #DeepikaPadukone #Cannes2022 pic.twitter.com/skZJHnBU65
— Nandini Das (@DasNandini97) May 17, 202
সঙ্গে কানে আছেন সঙ্গীত পরিচালক এআর রহমান, তারকা অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকি, নায়িকা নয়নতারা।