সোনি টিভিকে (Sony TV) বয়কট (Boycott) করার বার্তায় ক্ষোভে ফেটে পড়ল নেটিজেনরা (Netizen)। সোশ্যাল মিডিয়ায় (Social Media) হ্যাসট্যাগ (Hashtag) ব্যবহার করে বয়কটের পোস্ট করেন তাঁরা। তবে সোনি টিভির কাছে এটি নতুন কিছু নয়। এর আগে বহুবার তাদের বিরুদ্ধে বহু অভিযোগ আসে। এর আগে 'দ্য কপিল শর্মা শো'-র (The Kapil Sharma Show) জন্য বিরোধিতার মুখে পড়তে হয়েছিল এই চ্যানেলটিকে। তবে এবার 'দ্য কপিল শর্মা শো'-র জন্য নয়, বয়কটের ডাক দেওয়া হয়েছে টেলিভিশন শো 'কৌন বনেগা ক্রোড়পতি ১১'কে (Kaun Banega Crorepati 11)। বছরের পর বছর ধরে জনপ্রিয়তা ধরে রেখেছে এই শো। কিন্তু হঠাৎ কী ঘটল এই শো' র সঙ্গে? কেন বন্ধ করতে বলা হল 'কৌন বনেগা ক্রোড়পতি'?
ঘটনাটি কিছুটা এইরূপ। গতকাল 'কৌন বনেগা ক্রোড়পতি' গেম শো' তে একটি এপিসোড অনুষ্ঠিত হয়েছিল। সেখানে সঞ্চালক অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) প্রতিযোগীকে প্রশ্ন করেন 'মুঘল সম্রাট ঔরঙ্গজেবের সমসাময়িক শাসক কে ছিলেন?' এবং এর জন্য চারটি বিকল্প উত্তর ছিল- ১. মহারাণা প্রতাপ ২.রানা সংগ ৩. মহারাজা রঞ্জিত সিং ও ৪. শিবাজি। বিতর্ক বাধে চতুর্থ অপশনটি নিয়ে। বিতর্কের কারণ ছত্রপতি শিবাজি মহারাজকে শুধুমাত্র 'শিবাজি' সম্বোধন করা। এরফলে ক্ষোভে ফেটে পড়ে জনতা। টুইটারে তারা সোনি টিভি ও কেবিসি বন্ধ করার হ্যাসট্যাগ বানিয়ে ডিজিটাল আন্দোলনে নামে।
আরও পড়ুন, ৪৮-এ পা দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, টলিউড ডিভা সম্পর্কে এই ১০ টি তথ্য জানতেন?
দেখে নিন কী বলছেন ক্ষুব্ধ নেটিজেনরা-
This is painful.... and shameful too. This is what we are lacking, Chatrapati Shivaji did so much and we cant even respect his work , what coming generation going to learn from this? pic.twitter.com/SFAyw9zr8l
— teena khera (@teenakhera) November 8, 2019
Mentioning Chhatrapati Shivaji Maharaj as just 'Shivaji' is an insult to the great Maratha Warrior.pic.twitter.com/QCkq2OevHy pic.twitter.com/rFRu2kSWxe
— Saloni Singh (@salonisingh003) November 8, 2019
Will @SonyTV ever dare to call the Mughals as invaders?
It's like spitting Poison when in reality, Shivaji Maharaj were The Inspiration for Military of many countries like @IDF , Vietnam, @adgpi .
Also, @SrBachchan to apologize & #Boycott_KBC_SonyTv@Ramesh_hjs @RituRathaur pic.twitter.com/pxfJgx7SYT
— Milind Dharmadhikari ® (@Milind_MMD) November 8, 2019
#Boycott_KBC_SonyTv my respect for the show & the anchor has taken a huge dip when i see that the respectable #ChatrapatiShivajiMaharaj is denigrated by being called by first name only & the worst of all Mughal rules aurangzeb being ennobled with such respect @VikasSaraswat pic.twitter.com/9UGJKaz1Tv
— Thakur Singh (@cathakursingh) November 8, 2019
শুধু চ্যানেল এবং শো'র বিরোধিতা করেছেন তা নয়। বলিউডের শাহেনশাহ তথা এই গেম শো' র সঞ্চালক অভিতাভ বচ্চনকেও ছেড়ে কথা বললেন না নেটিজেনরা। তাঁকে উদ্দেশ্য করে নেটিজেনদের বক্তব্য মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে সঠিকভাবে উচ্চারণ করলেন, তবে ছত্রপতি শিবাজি মহারাজের ক্ষেত্রে এই বিভেদ কেন? এই নিয়ে বিতর্ক তুঙ্গে।
তবে, চ্যানেলের তরফ থেকে এই বিষয়ে এখনো কোনো মন্তব্য জানানো হয়নি।