KBC Season 17 (Photo Credit: X@FinancialXpress)

মেগাস্টার অমিতাভ বচ্চন কেবল সিনেমাতেই নয়, টেলিভিশন জগতেও জনপ্রিয় মুখ। তাঁর জনপ্রিয় কুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি' র প্রতিটি সিজন দর্শকদের মন ছুঁয়েছে। এবার ফিরছে 'কৌন বনেগা ক্রোড়পতি - সিজন ১৭' । তবে সকলকে চমকে দিয়ে এবারও অমিতাভ বচ্চন হোস্ট হিসাবে থাকবেন কেবিসি-তে। মাঝে স্বাস্থ্যের অবনতি হলেও বিগ বি যোগব্যায়াম, পরিষ্কার খাদ্যাভ্যাস এবং কঠোর শৃঙ্খলার মাধ্যমে নিজেকে আবার শো -এর জন্য ফিট হয়েছেন।

অমিতাভ বচ্চনের হাত ধরে ফিরছে 'কৌন বনেগা ক্রোড়পতি' র সিজন ১৭

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে  অনুষ্ঠানটির প্রোমো প্রকাশিত হয়েছে, যা দেখে দর্শকমহলে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। এই জনপ্রিয় কুইজ শোটি ১১ আগস্ট, ২০২৫ থেকে প্রতি সোম থেকে শুক্রবার রাত ৯ টায় (Sony Entertainment  Television) এবং সনি লাইভে (Sony LIV App) সম্প্রচারিত হবে। অভিষেক বচ্চন তাঁর সমাজ মাধ্যম পোস্টে আনন্দ মূহর্ত ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে ,"দ্য বস ইজ ব্যাক!"

 

উল্লেখ্য, অমিতাভ বচ্চন 'কৌন বনেগা ক্রোড়পতি ১৭' কে সঙ্গে নিয়ে ছোট পর্দায় ফিরছেন, অন্যদিকে সলমান খানও আগস্টের শেষের দিকে 'বিগ বস ১৯' এর মাধ্যমে জিও সিনেমায় ফিরতে চলেছেন।