এবার প্রশ্নকে কেন্দ্র করে আইনি ঝামেলায় ফেঁসে গেল কৌন বনেগা ক্রোড়পতি-১২ কর্তৃপক্ষ ও শোয়ের হোস্ট অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। সম্প্রতি কেবিসি-১২ এর একটি শোয়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজওয়াড়া উইলসন ও অভিনেতা অনুপ সোনি। যেখানে মণুস্মৃতি ও বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে প্রশ্ন করা হয়। জানা গিয়েছে, লখনউতেই শো কর্তৃপক্ষ ও অমিতাভ বচ্চনের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের হয়েছে। সংশ্লিষ্ট এপিসোডটির পরে অন্যান্য নেটিজেনদের সঙ্গে তালি মিলিয়ে টুইটারে সমালোচনায় মুখর হয়েছেন চলচ্চিত্র নির্মাতা বিবেক অগ্নিহোত্রীও। প্রশ্ন ছিল, ১৯২৭ সালের ২৫ ডিসেম্বর বি আর আম্বেদকরের অনুগামীরা কোন ধর্মগ্রন্থের অণুলিপি পুড়িয়েছিলেন? অপশনের মধ্যে ছিল, ১. বিষ্ণুপুরাণ, ২. ভগবৎ গীতা, ৩.ঋকবেদ, ৪. মনুস্মৃতি।
KBC should rename its show as "Kaun Banega Communist".......#BoycottKBC @SrBachchan pic.twitter.com/tzU7jygSKd
— नितिन शर्मा🇮🇳 (@NitinSharmaNiku) October 31, 2020
This is out of desperation to show BR Ambedkar as anti-Hindu which he was not.
They want to divide Hindu community on the basis of caste.
They are stripping themselves through these kind Propaganda#BoycottKBC pic.twitter.com/OC8QZRmNRP
— माधवी भट्ट 🇮🇳🚩 (@Madhvi69999952) November 1, 2020
Its so shamefull to ask questions in National television detrioting Hindus ...#kbc12 @SonyTV @SrBachchan pic.twitter.com/4mzm02EDVU
— Shikha Dubey (@ShikhaD38456451) November 1, 2020
I too would burn copies of Manusmriti if I got the chance.
Some silly person filing an FIR is not such a big matter, gets thrown out of the window soon enough. That some are using this to equate it to the France beheadings as equivalent religious intolerance is a joke? https://t.co/QLjh97FwMb
— Sona Mohapatra (@sonamohapatra) November 2, 2020
উত্তর দেওয়ার পর অমিতাভ বচ্চন বলেছিলেন, ১৯২৭ সালে বর্ণ বৈষম্য এবং অস্পৃশ্যতাকে আদর্শিকভাবে ন্যায়সঙ্গতভাবে প্রমাণ করার জন্য প্রাচীন হিন্দু পাঠ মনুস্মৃতিকে তীব্র নিন্দা করেছিলেন বি আর আম্বেদকর এবং তিনি এর অনুলিপিও পুড়িয়েছিলেন। তবে এই শোকে কেন্দ্র কের বিতর্ক ছড়ালেও বেশ কিছু সেলেবের সমর্থনও মিলেছে। যেমন গায়িকা সোনা মহাপাত্র বলেছেন, সুযোগ পেলে তিনিও মনুস্মৃতির অনুলিপি পোড়াবেন।