মুম্বই, ২১ নভেম্বর: বহুদিন ধরেই জমছিল জল্পনা। ইন্ডিয়ান আইডল ১১-এর (Indian Idol 11) বিচারক (Judge) হিসেবে তিনি থাকবেন কিনা। বৃহস্পতিবারই সমস্ত জল্পনা ভেঙে অনু মালিক (Anu Malik) জানিয়ে দিলেন ইন্ডিয়ান আইডল ১১-এর বিচারক পদ থেকে সরে যাচ্ছেন তিনি।
দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে কর্মক্ষেত্রে যৌন হেনস্থার (Sextual Harrasment) অভিযোগ তুলেছেন একাধিক মহিলা। তাতে রয়েছেন বলিউডের জনপ্রিয় গায়িকাও। কয়েকদিন আগেই গায়িকা সোনা মহাপাত্র (Sona Mohapatra) এবং নেহা ভাসিন (Neha Bhasin) অনুর বিরুদ্ধে মুখ খুলেছিলেন। গত বছরও তাঁর বিরুদ্ধে #MeToo-র অভিযোগ উঠেছিল। ফলে বিচারকের পদ থেকে সরে গিয়েছিলেন তিনি। ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, ফের তাঁর বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় শেষ পর্যন্ত অনুষ্ঠান থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি। এই নিয়ে দ্বিতীয়বার শো থেকে সরে গেলেন অনু। আরও পড়ুন: Priyanka Chopra Jonas Rules: একবছরে ৪২ কোটি বার সার্চ! ইন্টারনেট দুনিয়ায় শীর্ষে 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া
এই প্রসঙ্গে বম্বে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে (Quote) অনু জানিয়েছেন, 'আমি ভলান্টারিলি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। তিন সপ্তাহ শো থেকে বিরতি নিয়েছি। তবে ফিরব তখনই যখন আমার নাম থেকে সব কালি সরবে। চ্যানেল আমার পাশেই রয়েছে। সরে যাওয়ার সিদ্ধান্তটা একেবারে আমার নিজের।' অনু আরও বলেন, 'কোনও সিদ্ধান্তে আসার আগে সবার দুপক্ষের বক্তব্য শোনা উচিত।'