কলকাতা, ২৬ জুন: প্রকাশ্যে এল নুসরত জাহানের বেবি বাম্পের (Baby Bump) ছবি। সাদা-কালো রঙের পোশাক পরে প্রকাশ্যে আসেন নুসরত। 'পথ হারা পাখিদের বাসা খুঁজে দেওয়ার সময় এসেছে' বলে নিজের ছবির সঙ্গে মন্তব্য করতে দেখা যায় নুসরত জাহানকে (Nusrat Jahan)।
দেখুন...
View this post on Instagram
সম্প্রতি নুসরতের সঙ্গে নিখিলের বিয়ে, বিচ্ছেদ নিয়ে জোরদার বিতর্ক শুরু হয়। যা নিয়ে কটাক্ষ করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
আরও পড়ুন: Nusrat Jahan: 'সিঁদুর পরে, স্বামীর পরিচয় করিয়ে বিয়ে অস্বীকার, ভারতীয় সংস্কৃতির অপমান করছেন নুসরত'
তিনি বলেন, নুসরত সিঁদুর পরেছেন। নিজের বউভাতে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করেছেন। স্বামী হিসেবে একজনকে গ্রহণ করেছেন। আর এখন বলছেন, তিনি বিয়েই করেননি।এসব বলে ভারতীয় সংস্কৃতিকে অপমান করেছেন নুসরত জাহান। নুসরত একজন মহিলা সাংসদ। সিঁদুর পরে এখন বিয়েকে অস্বীকার করছেন তিনি। এভাবেই বসিরহাটের তৃণমূল কংগ্রেস সাংসদ (TMC) ভারতীয় সংস্কৃতির অপমান করছেন বলে কটাক্ষ করেন দিলীপ ঘোষ।