কলকাতা, ১৭ সেপ্টেম্বর: মুক্তি পেল 'গোলন্দাজের' (Golondaaj) ট্রেলার৷ যেখানে এক্কেবারে অন্যরূপে ধরা দিয়েছেন দেব৷ পর্দাজুড়ে দেশপ্রেম এবং সেই সঙ্গে বাঙালির ফুটবলের প্রতি ভালবাসা একসঙ্গে উঠে এসেছে গোলন্দাজের ট্রেলারে৷ বিশ্বকর্মা পুজোর দিন মুক্তি পেল গোলন্দাজের ট্রেলার, তেমনি ১০ অক্টোবর বড় পর্দায় মুক্তি পাবে ছবি৷ যেখানে গোরা সৈন্যদের বিরুদ্ধে ফুটবলের মাঠে কার্যত যুদ্ধ ঘোষণা করেন 'নগেন্দ্রপ্রসাদ অধিকারী'৷
দেখুন গোলন্দাজের ট্রেলার...
বাঙালির (Bengali) ফুটবলের (Football) প্রতি ভালবাসাকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে গোলন্দাজের ট্রেলার৷ পর্দা জুড়ে বাঙালির ভাবাবেগের পাশপাশি ফুটবল প্রেমকেও তুলে ধরা হয়েছ সুন্দরভাবে৷
আরও পড়ুন: Taliban: তালিবানরাজ, দুবেলার খাবার জোগাড়ে কাবুলের রাস্তায় টিভি, ফ্রিজ বিক্রি অসহায় আফগানদের
১৮৭৯ সালে ইংরেজরা যখন ভারতকে পরাধীন করে রাখে, সেই সময় গোরাদের কাছে থেকে কার্যত ফুটবল ছিনিয়ে নেন নগেন্দ্রপ্রসাদ৷ ছোট থেকে তাঁর ফুটবলের প্রতি ভালবাসাকে কাজে লাগিয়েই ইংরেজকে কুপোকাত করার গল্প ফুটে উঠেছে গোলন্দাজের ট্রেলারে৷
গোলন্দাজের ট্রেলারে দেবের (Dev) পাশপাশি ঈশা সাহার (Ishaa Saha) দেখা মিলেছে৷ দেখা যায় অভিনেতা অনির্বান ভট্টাচার্যকেও৷