Soumitra Chatterjee Health Update: ফুসফুসে নতুন করে সংক্রমণ ক্রমশ অচল হচ্ছে স্নায়ু, কোভিড এনসেফালোপ্যাথির গেরোয় আশঙ্কাজনক সৌমিত্র
সৌমিত্র চ্যাটার্জি (Photo Credits: Facebook)

কলকাতা, ২৭ অক্টোবর: প্রবীণ অভিনেতা সৌমিত্র চ্যাটার্জির (Soumitra Chatterjee) শারীরিক অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হচ্ছে। গত ৭২ ঘণ্টায় তাঁর স্বাস্থ্যের কোনও উন্নতি হয়নি। বরং মস্তিষ্কের সাড়া দেওয়ার ক্ষমতা ক্রমশ কমছে, ধীরে ধীরে অচল হচ্ছে স্নায়ু। চিকিৎসকদের ধারণা কোভিড এনসেফালোপ্যাথি বেড়েই চলেছে অভিনেতার। চেতনা প্রায় নেই বললেই চলে। এককথায় চিকিৎসায় সেভাবে সাড়াই দিচ্ছেন না সৌমিত্রবাবু। ফের নতুন করে সংক্রামিত হয়েছে ফুসফুস। মস্তিষ্কের যে অংশের কাজ ফুসফুস নিয়ন্ত্রণ করে তা ক্রমে নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে। সেজন্য দমবন্ধ অবস্থা তৈরি হতে পারে বুঝেই স্নায়ু বিশেষজ্ঞের পরামর্শ মতো অভিনেতাকে গতকাল থেকেই রাখা হয়েছে এন্ডোট্র্যাকিয়াল ইনটিউবেশনে।

গতকাল দুপুর তিনটে নাগাদ এন্ডোট্র্যাকিয়াল ইনটিউবেশন চালু হয়েছে। প্রায় ৪০ শতাংশ অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে প্রবীণ অভিনেতাকে। তাঁর কিডনি স্বাভাবিকভাবে কাজ করছে না। গতকাল থেকেই এই সমস্যা শুরু হয়েছে। সৌমিত্রবাবুর শরীরে ইউরিয়ার পরিমাণ স্বাভাবিকের তুলনায় অনেক বেশি থাকায় স্নায়ু বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে। অন্যদিকে অন্ত্রের রক্তক্ষরণ ও প্লেটলেট কমে যাওয়া বিষয়টি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে ধীরে ধীরে একাধিক অঙ্গপ্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেই আশঙ্কা চিকিৎসকদের। একাধিক কোমর্বিডি, নতুন করে নিউমোনিয়ার সংক্রমণ সবমিলিয়ে চিকিৎসায় সাড়া দিচ্ছেন না অভিনেতা। আশঙ্কায় রয়েছেন বেলভিউ হাসপাতালের চিকিৎসকরা। আরও পড়ুন-Bihar Assembly Elections 2020: মুজাফ্ফরপুরে নীতীশ কুমারকে লক্ষ্য করে ছোঁড়া হল জুতো, গ্রেপ্তার ৩

এদিকে কয়েকদিন আগে পর্যন্ত অভিনেতার শরীরের সমস্ত রকমের প্যারামিটারগুলি ঠিকঠাক কাজ করছিল। আচমকাই তাঁর মস্তিষ্কে স্নায়ুঘটিত সমস্যা শুরু হয়। ক্রমশ আচ্ছন্ন হয়ে যাচ্ছিলেন অভিনেতা। ফের স্টেরয়েড চালু হলেও পরিস্থিতির তেমন কোনও উন্নতি হয়নি। আগে তাঁকে অক্সিজেন দেওয়ার দরকার পড়ছিল না। তবে এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে চিকিৎসকরা সৌমিত্রকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। অভিনেতাকে সুস্থ করতে দেশবিদেশের বিশেষজ্ঞ ডাক্তারদের সঙ্গে ক্রমশ পরামর্শ চলছে।