ঊষসী চক্রবর্তী, ছবি ফেসবুক

কলকাতা, ৮ জুন: করোনা (Corona) ভ্যাকসিন নেওয়ার পর অসুস্থ হয়ে পড়লেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। নিজের সোশ্যাল হ্যান্ডেলে এমনই জানান অভিনেত্রী।

ঊষসী (Ushasie Chakraborty) জানান, ভ্যাকসিন (Vaccine) নেওয়ার পর বিছানা থেকে যেন তিনি মাথা তুলতেই পারছেন না। একের পর এক প্যারাসিটামল খেয়েও কোনও কাজ হচ্ছে না বলে জানান 'শ্রীময়ীর' জুন আন্টি। ঊষসী চক্রবর্তীর ওই স্টেটাস দেখার পর চিন্তায় পড়ে যান তাঁর অনুরাগীরা। পাশাপাশি অনেকে নিজেরাও জানাতে শুরু করেন, ভ্যাকসিন নেওয়ার পর তাঁদের শরীরে হাল কেমন হয়েছিল। সবকিছু মিলিয়ে উষসী চক্রবর্তী যখনই নিজের শরীরের আপডেট দেন, তা নিয়ে সরগরম হয়ে ওঠে তাঁর সোশ্যাল হ্যান্ডেল।

আরও পড়ুন: Rhea Chakraborty: সুশান্তের মৃত্যুবার্ষিকীর আগে পরিবারের বিরুদ্ধে আঙুল তুলে বিস্ফোরক রিয়া

দেখুন...

সম্প্রতি প্রয়াত হন ঊষসী চক্রবর্তীর বাবা সিআইটিইউ নেতা শ্যামল চক্রবর্তী। বাবার মৃত্য়ুর পর বর্তমানে ফের ক্রমশ নিজের জীবনের ছন্দে ফিরতে শুরু করেন। শুরু করেন শ্যুটিং। সেই সঙ্গে কমিউনিটি কিচেন হোক বা অন্য কাজ, মানুষের পাশে দাঁড়াতে সব সময় তৈরি এই অভিনেত্রী।