নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) পাশ হয়েছে চলতি মাসের ১২ তারিখ। তার আগে থেকেই দেশজুড়ে (India) ছড়িয়ে পড়তে শুরু করেছে প্রতিবাদের আগুন। বিলে রাষ্ট্রপতির শিলমোহর পড়ার পর যা তীব্র হয়ে উঠেছে। এই আগুনের লেলিহান শিখা থেকে রেহাই নেই দেশের ছাত্র-যুবদেরও। রাজধানী দিল্লিতে (Delhi) জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের (Jamia Millia Islamia University) প্রতিবাদের রেশ ইতিমধ্যেই আছড়ে পড়েছে উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে (AMU)। শয়ে শয়ে পড়ুয়া সামিল হচ্ছেন প্রতিবাদ বিক্ষোভে৷ উত্তরপ্রদেশ পুলিশ জানিয়েছে, তাদের লক্ষ্য করে পাথর ছোঁড়েন পড়ুয়ারা। পরিস্থিতি সামলাতে কাঁদানে গ্যাসের সাহায্য নিতে হয় পুলিশকে। পরিস্থিতি ঠেকাতে বিশ্ববিদ্যালয়ে পঠনপাঠন আগামী ৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ রাখা হবে বলেও জানিয়েছেন আলিগড় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আব্দুল হামিদ। খালি করে দেওয়া হয়েছে হস্টেল। বাংলাতেও এই আগুনের আঁচ পড়েছে। বিভিন্ন প্রান্তেই প্রতিবাদের ঝড়। এদিকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও জানিয়ে দিয়েছেন, 'এ রাজ্যে নো এনআরসি, নো ক্যাব!’ প্রতিবাদে পথেও নেমেছেন তিনি। এবার দেশজুড়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধীতায় পড়ুয়া নিগ্রহে সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হল টলিপাড়া। প্রকাশ্যে ছাত্র নিগ্রহের প্রতিবাদ করলেন স্বস্তিকা-সৃজিত-কমলেশ্বররা।
রাজনৈতিক থেকে সামাজিক বিভিন্ন বিষয়েই সোশ্যাল মিডিয়ায় (Social Media) সরব হতে দেখা যায় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জিকে। এক্ষেত্রেও প্রতিবাদ শানিয়ে তিনি লিখেছেন বহু পোস্ট। তিনি লিখেছেন, "কেউ না চাইলেও শিক্ষার্থীরা ফ্যাসিস্ট বিধিবিরোধী হয়ে দাঁড়াবে। তখন কী বন্ধ করবেন?#কালো দিন" পরিচালক কমলেশ্বর মুখার্জি একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, "দেশ জুড়ে আগুন জ্বালিয়ে আইন প্রণয়ন হচ্ছে!" আরও পড়ুন: CAA: নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় দেশজুড়ে ছাত্রনিগ্রহে জ্বলে উঠলেন বলিউড তারকারা
If no one will the students will stand against this Fascist Rule. What all will you shut down?! #BlackDay https://t.co/PdOw6k5ru8
— Swastika Mukherjee (@swastika24) December 14, 2019
I condemn the brutal attack on the students across the country.
I condemn the loot, arson and attack on the innocent in the name of 'protests'.
I condemn the fact that this toothless condemnation on social media... https://t.co/lifEm2CqgO
— Srijit Mukherji (@srijitspeaketh) December 16, 2019
In solidarity with students of Jamia! #JamiaProtests
— Anupam Roy (@aroyfloyd) December 16, 2019
দেশজুড়ে চলা এই ছাত্রবিরোধী কার্যকলাপকে কড়া ভাষায় নিন্দা করতে ছাড়েননি বলিউডের তারকারাও। পড়ুয়াদের উপর এই নিগ্রহের বিরুদ্ধে সরব হয়েছেন অনুরাগ কাশ্যপ, স্বরা ভাস্কর, রাজকুমার রাও, পূজা ভাট, কঙ্কনা সেনশর্মা, সায়নী গুপ্ত, সিদ্ধার্থ সূর্যনারায়ণরা।