কলকাতা, ৬ সেপ্টেম্বর: ফের অনুরাগীদের মন কাড়লেন নুসরত জাহান (Nusrat Jahan)। যশের (Yash Dasgupta) সঙ্গে আবার একান্তে সময় কাটাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেত্রী। যশের সঙ্গে জঙ্গল সফরে গিয়ে কখনও বাঘের সঙ্গে সময় কাটাতে দেখা যায় নুসরতকে, আবার কখনও হাতির সঙ্গে। হাতির পিঠে চেপে ঘুরে বেড়াতেও দেখা যায় টলিউডের এই 'পাওয়ার কাপলকে'। যশ, নুসরতের এই ভালবাসার ছবি প্রকাশ্যে আসতেই তা মন কেড়ে নেয় নেটিজেনদের। নিজেদের কাজের ফাঁকে টলিউডের এই জুটি যে একে অপরকে সময় দিতে একেবারেই ভোলেন না, তা কার্যত স্পষ্ট।
View this post on Instagram
যশের সঙ্গে একান্তে সময় কাটাতে গিয়ে এবার একেবারে অন্য রূপেও ধরা দেন নুসরত জাহান। যেখানে নীল রঙের বিকিনিতে দেখা যায় তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেত্রীকে। 'ফিলিং দ্য ব্লু' ক্যাপশন জুড়ে নুসরত জাহান সেই বিকিনি ছবি শেয়ার করেন সোশ্যাল হ্যান্ডেলে। যা দেখে নুসরতকে 'মারমেইড' বলে আখ্যা দেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।
View this post on Instagram
এদিকে সম্প্রতি গুঞ্জন শুরু হয়, নুসরত জাহান নাকি এবার সলমনের শো বিগ বসে হাজির হচ্ছেন। বিগ বসে যেতে কত পারিশ্রমিক নেবেন, সে বিষয়ে নুসরতের সঙ্গে প্রযোজনা সংস্থার কথা হচ্ছে বলে শোনা যায়। যদিও নুসরত জাহান এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।