কলকাতা, ৪ জুন: করোনার পর য়াস। মহামারী এবং ঘূর্ণিঝড়ের ধাক্কায় কার্যত দিশেহারা মানুষ। গত ২৬ মে ঘূর্ণিঝড় য়াসের (Yaas) দাপটে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের বেশ কিছু অংশ কার্যত তছনছ হয়ে যায়।দক্ষিণ ২৪ পরগনার ঘূর্ণিঝড় বিধ্বস্ত এলাকার মানুষের কাছে সাহায্য পাঠালেন যীশু সেনগুপ্ত। নিজে থেকে উদ্যোগ নিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ান অভিনেতা।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে বৃহস্পতিবার একটি ভিডিয়ো শেয়ার করেন যীশু সেনগুপ্ত (Jisshu Sengupta)। যেখানে শুকনো খাবার, জলের বোতল সহ ত্রাণের একাধিক জিনিষ গাড়িতে তুলতে দেখা যায় তাঁকে। নিজে দাঁড়িয়ে থেকে খাবার, দল, ওষুধপত্র সমস্ত কিছু গাড়িতে তুলে দিতে দেখা যায় অভিনেতাকে।
দেখুন...
View this post on Instagram
যীশুর এই উদ্যোগকে স্বাগত জানান নেট জনতা (Netizen)। অভিনেতা যে দক্ষিণ ২৪ পরগনার ঘূর্ণিঝড় বিধ্বস্ত মানুষের কথা ভেবে, তাঁদের জন্য ত্রাণ পাঠাচ্ছেন, তাতে খুশি তাঁর অনুরাগীরা।
আরও পড়ুন: Bhumi Pednekar: চিকিৎসকদের উপর হামলা কেন, ক্ষোভে ফুঁসলেন ভূমি পেদনেকর
সম্প্রতি নিজের উদ্যোগে করোনা রোগীদের জন্য সেফ হোম খোলেন যীশু সেনগুপ্ত। সেফ হোমের পর এবার ঘূর্ণিঝড় বিধ্বস্ত মানুষের কাছ ত্রাণ পাঠালেন যীশু।