মুম্বই, ৪ জুন: চিকিৎসক এবং ফ্রন্টলাইন ওয়ার্কারদের অপমান এবং তাঁদের উপর অত্যাচারকে মেনে নেওয়া যায় না। এবার এমনই মন্তব্য করলেন ভূমি পেদনেকর (Bhumi Pednekar)।
বলিউড (Bollywood) অভিনেত্রী বলেন, গত ১৪ মাস ধরে চিকিৎসক এবং ফ্রন্টলাইন ওয়ার্কাররা সাধারণ মানুষের জন্য কাজ করছেন। গত ১৪ মাস ধরে একটানা চিকিৎসক (Doctor) এবং ফ্রন্টলাইন ওয়ার্কাররা যেভাবে সাধারণ মানুষের পাশে থেকে, তাঁদের জন্য কাজ করছেন, তার কোনও তুলনা হয় না। অথচ তাঁদের সমর্থন না করে, তাঁদের পাশে না থেকে মনোবল ভেঙে দেওয়া হচ্ছে। এই সময় চিকিৎসক এবং ফ্রন্টলাইন ওয়ার্কারদের পাশে থেকে তাঁদের সমর্থন করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন ভূমি পেদনেকর। নিজের ট্যুইটার হ্যান্ডেলে এ বিষয়েও ক্ষোভও উগরে দেন ভূমি।
আরও পড়ুন: Alapan Bandyopadhyay: আলাপন বন্দ্যোপাধ্যায়ের শোকজের জবাব খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে কেন্দ্র: সূত্র
Violence towards our doctors and frontline workers is completely unacceptable and quite appalling.
Our medical sector has been working tirelessly over the last 14 months, the least we can do is show our support, gratitude & compassion towards them.#stopviolenceagainstdoctors
— bhumi pednekar (@bhumipednekar) June 3, 2021
সম্প্রতি কর্ণাটকে (Karnataka) দুই চিকিৎসককে ধরে মারধরের ঘটনা প্রকাশ্যে আসে। কোভিড রোগীর মৃত্যুর পর তাঁদের বাড়ির লোকজন ওই চিকিৎসকদের মারধর করেন মাঝ রাস্তায়। এমনই অভিযোগ উঠতে শুরু করে। যা নিয়ে জোর আলোচনা শুরু হয়ে যায় সামাজিক মাধ্যমে। কর্ণাটকের ওই ঘটনার পর এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন টয়লেট-এক প্রেম কথা খ্যাত অভিনেত্রী।