Bonny Sengupta-Koushani Mukherjee: সম্পর্ক ভাঙল বনি-কৌশানির? জোর গুঞ্জন টলিউডে
Bonny Sengupta, Koushani Mukherjee (Photo Credit: Instagram)

কলকাতা, ৪ মে:  ফের সম্পর্ক ভাঙার গুঞ্জন টলউড জুড়ে। এবার নাকি ভাঙনের পথে বনি, কৌশানির সম্পর্কে। শোনা যাচ্ছে, ৭ বছর একে অপরের সঙ্গে থাকার পর এবার নাকি বিচ্ছেদর পথে বনি-কৌশানি। যদিও স্পষ্টভাবে দুই তারকার কেউ এ বিষয়ে মুখ খোলেননি। তবে তাঁদের নিয়ে জোর গুঞ্জন শুরু হয়েছে।

কৌশানি জানিয়েছেন তিনি কিছুদিন একা থাকতে চান। কী কারণে কৌশানি (Koushani Mukherjee) একা থাকতে চান, সে বিষয়ে খোলসা করে কিছু জানাননি নায়িকা। তবে কি রণজয় বিষ্ণু এবং সোহিনী সরকারের পর এবার প্রেম ভাঙছে বনি-কৌশানির! এমন গুঞ্জন দিন দিন জোরদার হচ্ছে টলি টাউনে।

আরও পড়ুন:  Salman Khan: ইদের পার্টিতে সলমনের কাছে শেহনাজের বায়না, বলিউড 'ভাইজানকে' চুম্বন অভিনেত্রীর

বনি সেনগুপ্ত (Bonny Sengupta) অবশ্য বিচ্ছেদ হয়নি বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন। শ্য়ুটিংয়ের জন্য তিনি সম্প্রতি ব্যস্ত হয়ে পড়ায় কৌশানিকে সময় দিতে পারেননি। তার জন্যই কৌশানি রেগে রয়েছেন বলে জানান বনি।