মেয়ে অন্বেষার (Swastika Mukherjee's Daughter's Birthday) জন্মদিন, ঘরোয়া পার্টিতে মেতে উঠলেন স্বস্তিকা মুখার্জি (Swastika Mukherjee)। মেয়ে অন্বেষার বেস্ট ফ্রেন্ড এখন স্বস্তিকা! ক্যালেন্ডারের পাতায় বয়স বাড়লেও এখন মনের দিক থেকে স্বস্তিকার বয়স যেন ক্রমশ কমছে! মেয়ের ২১ বছরের জন্মদিনে বাড়ির ছাদের কাছের বন্ধুবান্ধব নিয়ে পার্টিতে মেতে উঠলেন স্বস্তিকা মুখার্জি। আরও পড়ুন: Weather Forecast: তীব্র ঠান্ডা আর ঘন কুয়াশায় জেরবার রাজ্যবাসী, ক্রমশ কমছে তাপমাত্রার পারদ
মীর, রোহিত সামন্ত, ইন্দ্রজিৎ লাহিড়ি, ফ্যাশন ডিজাইনার ইন্দ্রজিৎ মুখার্জি হাজির ছিলেন বার্থডে পার্টিতে। কখনও টুম্পা গানে কোমর দোলানো আবার কখনও টিপ টিপ বরসা পানিতে স্বস্তিকা নজর কাড়ল। টুম্পা গানে মীরের সঙ্গে দুর্দান্ত কোমর দোলালেন একদিকে স্বস্তিকা। অন্যদিকে টিপ টিপ বরসা পানি গানে মেয়ের সঙ্গে নেচে নজর কাড়লেন স্বস্তিকা মুখার্জি। মেয়ে অন্বেষার ২১ বছরের জন্মদিনের পার্টি থাকলেও আদতে পার্টির কেন্দ্রবিন্দুতে ছিলেন স্বস্তিকা মুখার্জি।
বার্থ ডে পার্টি খুব সাদামাটাভাবে হলেও হই-হুল্লোড় অভাব ঘটেনি কোনও। মেয়ের জন্মদিনের পার্টিতে হট ডান্স মুভে চমক দিলেন অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। কোমরের নীচে আঁচল, কড়ি পরা চোকার, হলুদ রঙের শাড়ির সঙ্গে কালো ব্লাউজে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুললেন স্বস্তিকা।