কলকাতা, ১২ নভেম্বর: স্কচ বাইটের পর এবার বিমান কেলেঙ্কারি! মনোরঞ্জন করতে করতে বাংলা ধারাবাহিকের স্ক্রিপ্টে আজকাল মাথামুন্ডু কিছুই থাকে না। তবু সন্ধে হতেই রিমোট হাতে বাড়ির মা-কাকীমাদের চোখ থাকে ধারাবাহিকেই। পারিবারিক কাহিনি, অর্ধভৌতিক থেকে পৌরাণিক কাহিনিকে অতিরঞ্জিত করে দেখানো হয় সিরিয়ালে। কিছুদিন আগেই হৃদরোগে আক্রান্ত এক রোগীকে মৃত্যুর মুখ থেকে বাঁচানোর জন্য ইলেক্ট্রিক শক দেওয়া হয়েছে, আর তাতে ব্যবহার করে হচ্ছে বাথরুম স্ক্রাবার স্কচব্রাইট। এবার গল্প স্টার জলসার (Star Jalsha) তিতলিকে (Titli) নিয়ে। যে সিরিয়ালটি রীতিমত ট্রোলড সোশ্যাল মিডিয়ায়। পড়ুন: Zee Bangla TV Show 'Krishnakoli': 'কৃষ্ণকলি' কেলেঙ্কারি! ইলেক্ট্রিক শক দিতে স্কচব্রাইটের ব্যবহার চিকিৎসকের! নেটদুনিয়ায় হাসির রোল 

জি বাংলার কৃষ্ণকলির পর এবার স্টার জলসার তিতলি। সম্প্রতি তিতলি ধারাবাহিকের একটি প্রোমো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। আর তা নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ধারাবাহিকের লিড রোলে থাকা অভিনেত্রী তিতলি স্বামী এবং শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যদের সঙ্গে বিমানে চেপে কোথাও একটা যাচ্ছিলেন। তিতলির পাইলট হওয়ার স্বপ্নপূরণ আদৌ কী সম্ভব? এই নিয়ে স্বামীর সঙ্গে দু:খের কথা ভাগ করে নিচ্ছিলেন। আচমকাই বিমান চালক হৃদরোগে আক্রান্ত হন।

টালমাটাল হয়ে পড়ে বিমান, আতঙ্কে আতর্নাদ শুরু করে বিমানে হাজির সকল যাত্রীরা। পরিস্থিতি বেগতিক বুঝে কয়েক মুহূর্ত অপেক্ষা না করে তিতলি ছুটে যায় ককপিটে। সেখানে সেই মুহূর্কে সহকারী পাইলট হাজির থাকলেও বিমান চালাতে ব্যর্থ হচ্ছেন তিনি। পাইলটের আসনে বসে পড়েন তিতলি। তিতলি কানে শুনতে পারেন না। তাই এটিসি থেকে নির্দেশ আসার হেডফোনটি স্বামী সানিকে পরিয়ে দেন তিনি। আর পুরো বিষয়টি লিপ রিড করে বোঝার চেষ্টা করেন তিতলি। অবশেষে কী হবে? তিতলি কী পারবে বাঁচাতে বিমানটি? শেষপর্যন্ত দর্শকদের জন্য কৌতুহল জিইয়ে রাখা হয়েছে প্রোমোটিতে।