কলকাতা, ১২ অক্টোবর: আজ এমআরআই হয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee)। অবস্থা এখনও সঙ্কটজনক হলেও একইরকম রয়েছেন। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এখনও কাটেনি আচ্ছন্নভাব। এমআরআই রিপোর্ট ঠিক আছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। জ্বর নেই সৌমিত্রবাবুর, অস্থিরভাব কিছুটা কমেছে। অভিনেতার ফুসফুসের অবস্থায় সামান্য উন্নতি।
রবিবার সকালে বেলভিউ ক্লিনিকের তরফে মেডিকেল বুলেটিনে জানানো হয়, একই রকম রয়েছে সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা। তাঁর মধ্যে কিছুটা মানসিক অস্থিরতা ও উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছিল। কিন্তু গভীর রাতে চিকিৎসকদের সূত্রে জানা যায়, জ্বরের পাশাপাশি সংক্রমণ ছড়ায় বুকেও। অস্থিরতা বেড়ে গিয়েছিল। শনিবার রাতে প্রবীণ অভিনেতাকে ২ ইউনিট প্লাজমা (Plasma Therapy) দেওয়া হয়েছিল। রবিবার দেওয়া হয়েছে আরও এক ইউনিট। আরও পড়ুন, পর্যটন মরশুমের আগে সাজছে ডাল, পর্যটকদের স্বাগত জানাতে তৈরি শ্রীনগর
হাসপাতাল সূত্রে জানা গেছে, সৌমিত্র চট্টোপাধ্যায়ের একাধিক কোমরবিডিটি চিন্তার কারণ। উচ্চ পিএসএ কাউন্ট, ডায়াবিটিস-সহ নানা আনুষঙ্গিক রোগ রয়েছে তাঁর। কোভিড এনসেফ্যালোপ্যাথির জেরে বর্ষীয়ান এই অভিনেতার তন্দ্রাচ্ছন্ন ভাব কাটছে না। রয়েছে মেটাবলিক এনসেফ্যালোপ্যাথিও। ক্রমেই বাড়ছে অস্থিরতা। এ ছাড়া, তাঁর প্রস্রাবে ই-কোলাই পাওয়া গিয়েছে। দেহে সোডিয়াম বেড়েছে, জলের ঘাটতি রয়েছে।