নচিকেতা (Picture Source: Facebook)

কলকাতা, ৩১ জানুয়ারি: ফের বিতর্কে গায়ক নচিকেতা (Nachiketa Chakraborty)। বিতর্ক তাঁর গাওয়া গানের কথা নিয়ে। গত শুক্রবার বর্ধমান উৎসব মঞ্চে নচিকেতার গানের কথা নিয়ে বিতর্ক তৈরি করেছেন বিজেপি কর্মী-সমর্থকেরা। অভিযোগ ওঠে, তিনি নাকি শালীনতা হারিয়ে ফেলছেন। যে গান তিনি লিখেছেন তা দলত্যাগী নেতাদেরকে উৎসর্গ করে।

সেই গানের লাইনে ছিল- 'আজকে যিনি তেরঙ্গাতে কাল ভক্ত রামে'। এই কথাটি নিয়ে শোরগোল পড়ে যায় গেরুয়া শিবিরে। যদিও এটি তাঁর অনেক পুরনো রচিত গান। তারপরেও নতুন করে এই লাইন নিয়ে বিতর্ক ছড়ায়। নচিকেতার গান মানেই সাহসী, বাক্যবাণ। তাঁর গানের কথা নিয়ে বিতর্ক হয়েছে বারংবার। আরও পড়ুন, আইনত বিবাহিত গায়িকা ইমন চক্রবর্তী, স্বামী নীলাঞ্জন ঘোষের সঙ্গে ছবি শেয়ার করে লিখলেন 'জাস্ট ম্যারেড'

পৃথিবী আবার শান্ত হবে, লাল-ফিতে সাদা মোজা, বৃদ্ধাশ্রম, নচিকেতার সৃষ্টি গানগুলি সত্যের বার্তা বহন করে। রাজনৈতিক, সামাজিক, প্রেমের গানে দশকের পর দশক মানুষের মন জয় করে আসছেন এই নচিকেতা। তাঁকে নিয়ে বিতর্কের ঝড় উঠলেও দমে যাননি। প্রতিবাদ তাঁর কলমের আগা থেকে কোনোদিন সরে যায়নি। বর্তমান সময়ে রাজনৈতিক উত্তাপ যখন তুঙ্গে, একটুও কুণ্ঠা বোধ না করে প্রতিবাদের গান গেয়ে চলেছেন।