Short Film Sanchayan: জলের অপচয় বন্ধ করার বার্তায় শর্টফিল্ম 'সঞ্চয়ন', নির্বাচিত ইংল্যান্ড, নিউইয়র্ক, ইরাক ফিল্ম ফেস্টিভ্যালে
শর্টফিল্ম 'সঞ্চয়ন' (Picture Source: Facebook)

সারা পৃথিবীতে জল সংকটের (Water Crisis) ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আবার জলের অপচয় ও বেড়েছে মাত্রাতিরিক্ত ভাবে। ঠিক সেই সময়ে জল অপচয় বন্ধের বার্তা দিয়েই তৈরি শর্ট ফিল্ম "সঞ্চয়ন" (Sanchayan)। যার অনুপ্রেরণা ও ভাবনায় এই ছবিটি তৈরি তিনি ইলা দাস (Ila Das),পেশায় শিক্ষিকা। ছাত্র -ছাত্রীদের পড়াতে গিয়ে বিভূতিভূষণ বন্দোপাধ্যায় এর একটি গল্প তার মনে দাগ কাটে, এরপরই তার পুত্র সৌভিক দাস ও তার টীম এর পরিচালনায় তৈরি হয় শর্ট ফিল্ম "সঞ্চয়ন"। সৌভিক দাস পেশায় একজন ভিডিও এডিটর (Video Editor) ও সিনেমাটোগ্রাফার।

ফিল্মটি তৈরির কাজ শুরু হয়েছিল ২০১৯ এর জুন মাসে এবং শেষ হয় ২০১৯ এর অক্টোবরে। এরপর থেকে সঞ্চয়ন এর পথ চলা শুরু, ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ গ্রহণ করে। তার মধ্যে প্রথম অফিসিয়াল সিলেকশন এর খবর আসে ইংল্যান্ডের ফার্স্ট টাইম ফিল্ম মেকার সেশন ২০১৯ ফিল্ম ফেস্টিভ্যাল থেকে, এরপর নিউ ইয়র্ক এর লিফট অফ সেশন ফিল্ম ফেস্টিভ্যাল ২০১৯, ইরাক এর আল্- নাহজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২০। আরও পড়ুন, সুশান্ত সিং রাজপুতের ভূমিকায় কে? মুক্তি পেল 'সুইসাইড অর মার্ডার' ছবির পোস্টার, অপেক্ষায় অনুরাগীরা

এরপর ১৫ই জুলাই ২০২০ অফিসিয়াল হয় ভারতের ঝাড়খণ্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড অ্যাওয়ার্ড। এই ছবিটিতে যারা অভিনয় করেছেন তারা কেউই এর আগে এভাবে ক্যামেরার সামনে অভিনয় করেননি। তারা পেশায় কেউ পড়ুয়া,কেউ শ্রমিক,কেউ মেকানিক আবার ফুটবল প্রশিক্ষক। এই ফিল্মটি তৈরি করতে খুব সামান্য খরচ হয়,এটি সম্পূর্ণ নিজেদের প্রচেষ্টার সৃষ্টি।এই ফিল্মটি তে অভিনয় করেছেন শ্রুতি সাহা,রাকেশ শর্মা,রথীন ব্যানার্জী,পিন্টু সরকার,শিব শংকর রায়,সুরজিৎ সাহা এবং মহেশ্বর মুর্মু। এছাড়াও বিভিন্ন ভাবে সাহায্য করেছেন সমরেন্দ্র দাস, জয়ান্ত দাস,আরতি শর্মা দাস,ঋষভ ঘোষ,অনিমেষ ধীবর ও শুভ্র দে।