আমরা রেডিও কেন শুনি, যখন ইন্টারনেট আমাদের হাতের মুঠোয় তখন রেডিওর তো জনপ্রিয়তা পাওয়ার তেমন কোনও কারণ দেখছি না। তারপরেও কিন্তু আমরা রেডিওতে কান পেতে থাকি, কেন জানেন। আসলে আরজে বা রেডিও জকির(RJ) উপস্থাপনার আকর্ষণ, চোখে দেখা আর শুনে অনুভবের মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য রয়েছে। জানেন নিশ্চই রং নম্বর থেকে প্রেম হয়ে যায়, সেখানে দেখা নয় গলার স্বরই আকর্ষণের কেন্দ্রবিন্দু। তেমনই রেডিও শুনতে শুনতে কিছু নির্দিষ্ট প্রোগ্রামের উপরে ভালবাসা জন্মে যায়, এর মূল কারণ কিন্তু ওই শোয়ের আরজে, তাঁর কণ্ঠ স্বর আপনাকে টানে তাই বার বার রেডিও শুনতে ছুটে আসেন। একবার ভাবুন তো এই রেডিও জকি যদি তাঁর সাধের কণ্ঠস্বর হারিয়ে ফেলেন, তাহল কীহবে। না না বালাই ষাট বলে পরিস্থিতিকে ইতিবাচক করার উপায় নেই, ভাবুন ভাবতে থাকুন। কেন না আাগমী ১০ তারিখে মু্ক্তি পেতে চলেছে শিবপ্রসাদ নন্দিতা পরিচালিত ছবি ‘কণ্ঠ’(Kanttho)। দেখতে যাবেন নিশ্চই, তবে আরও একটি বড় খবর বাকি রয়ে গিয়েছে মুক্তির আগেই ছবির স্বত্ব কিনে নিলেন মালয়লি পরিচালক রাজেশ নায়ার(Rajesh Nair)।
জানা গিয়েছে, এর আগে এই শিবপ্রসাদ নন্দিতার (Shiboprosad Mukherjee & Nandia Roy)থেকে হামি ছবির স্বত্ব কিনেছিলেন রাজেশ। মালয়লম ভাষায় রিমেকের পর এখন হই হই করে কেরলের মাল্টিপ্লেক্স সিনেমা হল মাতাচ্ছে হামি। এবার মুক্তির আগেই কণ্ঠের স্বত্ব কিনেছেন, তিনি মনে করেন শিবপ্রসাদ নন্দিতার এই ছবিও কেরলের দর্শকের মন জয় করে নেবে। রাজেশ এই দুই বাঙালি পরিচালকের ছবি খুব ভালবাসেন, একেবারে বড় ভক্ত আর কি। শিব-নন্দিতার ছবি দেখার সুযোগ পেলে ছাড়েন না তিনি। এতদিন তাঁদের পরিচালিত সব ছবিই দেখে ফেলেছেন রাজেশ নায়ার, ভবিষ্যতেও দেখবেন। তাঁর মতে, শিবু-নন্দিতার গল্প বলার ধরনে একটা সাবলীলতা মিসে থাকে দর্শক যা থেকে সহজেই নিজের যোগসূত্র খুঁজে পায় তাই তাঁদের ছবি বক্সঅফিসে সাফল্য পেতে দেরি করে না।