Photo Source: Arun GuhaThakurata/Wikipedia

কলকাতা, ৭ জুলাই: টলিউডেও এবার করোনার থাবা। ৭ জুলাই, মঙ্গলবার দুপুরে প্রয়াত হলেন টলি অভিনেতা অরুণ গুহঠাকুরতা। দক্ষিণ কলকাতার এক সরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। অরুণ গুহঠাকুরতা শুধুমাত্র অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন একজন প্রবীণ টেকনিশিয়ান এবং সহকারী পরিচালকও ছিলেন তিনি।

অরুণ গুহঠাকুরতা, তাঁর ব্যবহারের জন্যই সকলের কাছে পছন্দের পাত্র ছিলেন। তাঁর কাজের প্রতি নিষ্ঠা এবং সম্মান সত্যিই ছিল প্রশংসনীয়, অন্যদিকে তিনি ছিলেন একেবারে মাটির মানুষ। অরুণবাবুর প্রয়াণে শোকে স্তব্ধ সুদীপ্তা চক্রবর্তী। সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট করেন সুদীপ্তা।

ক্যামেরার পিছনে এবং সামনে সমানভাবে কাজ করে গেছেন অরুণ গুহঠাকুরতা। কৌশিক গাঙ্গুলির C/O Sir, ল্যাপটপ, ছোটদের ছবি, সিনেমাওয়ালা এবং বিসর্জন-সহ আরও একাধিক ছবির সঙ্গে জড়িয়ে ছিলেন অরুণবাবু। এছাড়া সুমন ঘোষের বাসু পরিবার ছবিতে রান্নার ঠাকুরের ভূমিকায় অভিনয়ে প্রশংসা কুড়িয়েছেন তিনি। অরুণ গুহঠাকুরতার মৃত্যুতে টুইটে শোকপ্রকাশ করেন সৃজিত মুখার্জি।