Jamalaye Jibanta Bhanu (Photo Credits: Instagram)

'আবার প্রলয়ের' (Abar Proloy) রেশ কাটতে না কাটতেই আগামী ছবি নিয়ে বড় ঘোষণা করলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অনিমেষ দত্ত এবার ভানু বন্দ্যোপাধ্যায় (Bhanu Bandopadhyay)। আগামী ছবি ‘যমালয়ে জীবন্ত ভানু’র ঘোষণা করা হয়েছিল গত বছরেই। কালজয়ী অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের জীবন অবলম্বনে নির্মিত এই ছবি দর্শকদের মনে আমূল কৌতূহলের রচনা করেছে। তবে অবশেষ দর্শকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। ‘জীবন্ত ভানু’ হয়ে সামনের শীতেই পর্দায় আসছেন শাশ্বত। আজ শনিবার প্রয়াত অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়ের ১০৩'তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর জীবনী ছবির নতুন পোস্টার শেয়ার করেছেন শাশ্বত।

‘যমালয়ে জীবন্ত ভানু’র (Jamalaye Jibanta Bhanu) নতুন পোস্টারটি শেয়ার করে পর্দার অনিমেষ লেখেন, 'আজ সেই মানুষটির জন্মদিন যিনি যুগযুগ ধরে আপামর বাঙালির মনে ছিলেন আছেন আর থাকবেন। বাঙলা ছায়াছবির মাধ্যমে তিনি লাভ করেছেন অমরত্ব। তিনি শ্রদ্ধেয় শ্রী ভানু বন্দ্যোপাধ্যায়। তাঁকে স্মরণ করেই আমাদের এবারের নিবেদন…যমালয়ে জীবন্ত ভানু'।

যমালয়ে জীবন্ত ভানু-র নতুন পোস্টার... 

১৯৫৮ সালে প্রফুল্ল চক্রবর্তী পরিচালনায় মুক্তি পেয়েছিল 'যমালয়ে জীবন্ত মানুষ' (Jamalaye Jibanta Manush) ছবিটি। হাস্যরসে ভরপুর ভানুর সেই ছবির নামের অনুকরণেই অভিনেতার জীবনচিত্রের নামকরণ করা হয়েছে। প্রথমে এই ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন সায়ন্তন ঘোষাল। পরবর্তীতে ছবির পরিচালনা থেকে সরে আসেন সায়ন্তন। দায়িত্ব নেন ডাক্তার কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়। প্রযোজনার দায়িত্বে বুড়িমা চিত্রম। ছবির পোস্টারে ভানুর  চরিত্রে একেবারে একঘর শাশ্বত। প্রশংসায় ভরিয়ে তুলেছেন ভক্তমহল থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সতীর্থরা। তবে এবার দেখার এটাই যে, টলিউডের অপু কতটা দক্ষতার সঙ্গে ভানু হয়ে উঠতে পারেন।