Sandhya Mukhopadhyay (Photo Credit: Facebook)

কলকাতা, ২৫ জানুয়ারি:  পদ্মশ্রী (Padma Shri) প্রত্যাখ্যান করলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। দিল্লি থেকে তাঁকে সম্মান নেওয়ার জন্য ফোন করা হলে,  তিনি স্পষ্ট জানিয়ে দেন, পদ্মশ্রী নিতে আগ্রহী নন। নব্বই বছর বয়সে কেন তাঁকে ফোন করে পদ্মশ্রী সম্মানের কথা বলা হচ্ছে, তা নিয়ে ক্ষোভ উগরে দেন সন্ধ্যা মুখোপাধ্যায়। শিল্পীদের কোনও সম্মান নেই কি বলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন গীতশ্রী।

সঙ্গীত জগতের বড় ব্যক্তিত্বদের সঙ্গে গান গেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukhopadhyay)। তাই মোদী সরকারের তরফে তাঁকে ফোন করে পদ্মশ্রী সম্মানের কথা জানানো হলে, তিনি তৎক্ষণাত তা প্রত্যাখ্যান করেন।

আরও পড়ুন:  Republic Day 2022: পাকিস্তানের মদতে দিল্লিতে হামলার ছক জঙ্গিদের, নিরাপত্তার মোড়কে রাজধানী

পদ্মশ্রী ফেরানোর পর সন্ধ্যা মুখোপাধ্যায়ের গলায় শোনা যায় অভিমানের সুর। শ্রোতারা যে সম্মান তাঁকে দিয়েছেন, সেটাই সবচেয়ে বড় পাওনা তাঁর কাছে। তাই এই বয়সে নতুন করে তাঁর আর পদ্মশ্রীর প্রয়োজন নেই বলে স্পষ্ট জানান সন্ধ্যা মুখোপাধ্যায়।