সবে মাত্র প্রকাশ্যে এসেছে 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য'র (Byomkesh Durgo Rahasya) ট্রেলার। একেবারে ভিন্ন ধারার চরিত্রে দেব এবং রুক্মিণীকে দেখবে তাঁর দর্শক। ব্যোমকেশ ট্রেলারের মুগ্ধতা কাটতে না কাটতেই নতুন চমক দিলেন দুই তারকা। সামনে এল রুক্মিণীর আসন্ন ছবি 'দ্রৌপদী'র (Draupadi) ঝলক। দেবের প্রযোজনা সংস্থার অধীনে 'বিনোদিনী'র পর এবার 'দ্রৌপদী' হতে চলেছেন নায়িকা। শুক্রবার নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে ছবির সেই ঝলকই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
মহাভারতের কাহিনী বাংলায় নিয়ে আসছেন পরিচালক রাম কমল মুখোপাধ্যায়। বেশ কিছুদিন আগে থেকেই ছবি ঘিরে নানা জল্পনা কল্পনা চলছিল। তবে এবার সেই খবরে সিলমোহরটা পড়ল। পরিচালক রাম কমলের সঙ্গে এই নিয়ে দ্বিতীয় কাজ রুক্মিণীর। এর আগে 'বিনোদিনী একটি নটীর উপাখ্যান'এ রামের পরিচালনায় কাজ করেছেন নায়িকা। সেই ছবির প্রযোজকও ছিলেন দেব। ছবির শুটিং অনেক আগেই সম্পন্ন হয়েছে। কিন্তু এখনও মুক্তি পায়নি। নতুন ছবির ঝলক শেয়ার করে রুক্মিণী জানিয়েছেন, জনপ্রিয় লেখিকা প্রতিভা রায়ের ওড়িয়া উপন্যাস ‘যাজ্ঞসেনী’ (Yajnaseni) অবলম্বনে এই ছবির চিত্রনাট্য তৈরি করা হয়েছে। পঞ্চপাণ্ডবের স্ত্রী এবং মহাভারতের অন্যতম শক্তিশালী নারী চরিত্র দ্রৌপদীর দৃষ্টিভঙ্গি দিয়ে মহাভারতের কাহিনী কলমবন্দি করেছেন লেখিকা। পুরস্কার প্রাপ্ত সেই উপন্যাসকে এবার পর্দায় ফেলবেন পরিচালক রাম কমল।
দেখুন দ্রৌপদী-র ঝলক...
View this post on Instagram
ব্যোমকেশ এবং সত্যবতীর চরিত্রে দেব এবং রুক্মিণীর পরবর্তী ছবি 'ব্যোমকেশ ও দুর্গ রসহ্য' মুক্তি পেতে চলছে আগামী ১১ আগস্ট। তবে 'বিনোদিনী'র মুক্তির তারিখ নিয়ে এখনও কিছু খোলসা করে জানায়নি নির্মাতারা। তবে দ্রৌপদী প্রসঙ্গে পরিচালক রাম কমলের কথায়, এই ছবির শুটিং শুরু হওয়ার আগে অন্তত চার মাস গল্প নিয়ে আরও রিসার্চ করতে হবে। তারপর হবে ওয়ার্কশপ। তবেই ফ্লোরে যাওয়ার জন্য প্রস্তুত হবে দ্রৌপদী।’