Nusrat Jahan (Photo Credit: Instagram)

মা হওয়ার পর থেকে নুসরত জাহানের (Nusrat Jahan) গ্ল্যামার যেন বাড়তে শুরু করেছে।  দিন যত য়াচ্ছে, তত টলিউডের (Tollywood) এই প্রথম সারির নায়িকার রূপে মুগ্ধ হচ্ছেন তাঁর অসংখ্য অনুরাগী। কখনও শাড়িতে তাঁর জেল্লাদার রূপ ফুটে উঠছে, আবার কখনও বডিস্যুট পরে সামনে আসছেন তৃণমূল কংগ্রেসের এই অভিনেতা সাংসদ। সবকিছু মিলিয়ে নুসরত জাহানের ছবি এবং ভিডিয়ো নিয়ে নেটিজেনদের মধ্যে চর্চা যেন অব্যাহত।

 

 

View this post on Instagram

 

নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদের পর নুসরত জাহানকে নিয়ে তুমুল চর্চা শুরু হয়। নিখিলের সঙ্গে বিচ্ছেদ এবং যশের সঙ্গে সম্পর্ক নিয়েও অভিনেত্রীর সামলোচনা শুরু হয়। তবে সমালোচনা যতই হোক না কেন, কোনও কিছুই যে তাঁকে দমাতে পারবে না, তা বার বার স্পষ্ট করে দেন নুসরত জাহান।

আরও পড়ুন: Nusrat Jahan: 'আমাদের আর বিয়ের প্রয়োজন নেই', যশের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার প্রসঙ্গে বললেন নুসরত

 

View this post on Instagram