Shikarr (Photo Credits: Instagram)

নুসরত এবং ঋতুপর্ণা দুই অভিনেত্রীকে নিয়ে শিকারে বেরলেন যশ দাশগুপ্ত। কীসের শিকার? কোন জঙ্গল? এসব প্রশ্ন এসে নিশ্চয়ই ভিড় করছে আপনার মাথায়। তাহলে স্পষ্ট করে বলা যাক। শিকারে তো যাবেন তিন তারকা। তবে কীসের শিকার করবেন তা ছবি মুক্তির পরেই জানা যাবে। তিন তারকা যশ (Yash Dasgupta), নুসরত (Nusrat Jahan) এবং ঋতুপর্ণা (Rituparna Sengupta) একসঙ্গে পর্দা ভাগ করে নিচ্ছেন আসন্ন ছবি 'শিকার' এ (Shikarr)।

আরও পড়ুনঃ কেবল ভ্যালেন্টাইনস ডে নয়, রাজের প্রেমে প্রতিদিনই ভিজছেন শুভশ্রী

বৃহস্পতিবার নতুন ছবির ঘোষণা করেছেন নুসরত। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে 'শিকার' (Shikarr) এর মোশন পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, 'জঙ্গলে তো সবাই যায়, কিন্তু শিকারের দম ক জনের থাকে?'

 

View this post on Instagram

 

A post shared by Nussrat Jahan (@nusratchirps)

পরিচালক দেবরাজ সিনহার (Devraj Sinha) পরিচালনায় তিন তারকা একসঙ্গে শিকারে যাবেন। ছবির শুটিং এখনও শুরু হয়নি। শীঘ্রই শুরু হবে বলেই জানান দেন নায়িকা। পাণ্ডে মোশন পিকচার্স এর ব্যানারের অধীনে তৈরি হচ্ছে আসন্ন থ্রিলার ছবি 'শিকার' (Shikarr)