Nusrat Jahan Trolled for Applying Black Lipstick: কালো লিপস্টিকে ট্রোলড নুসরত জাহান; 'ভয় পাচ্ছি', 'ডাইনি লাগছে', মন্তব্য নেটিজেনদের
কালো লিপস্টিক লুকে ট্রোলড নুসরত জাহান (Picture Source: Instagram)

কালোপোশাকে ফটোশ্যুট করতে দেখা গেল অভিনেত্রী নুসরত জাহানকে (Nusrat Jahan)। খোলা চুলে, বোল্ড মেকআপ সঙ্গে কালো লিপস্টিক (Black Lipstick)। চোখধাঁধানো ফ্যাশন ভিডিও শ্যুট করলেন নুসরত। নুসরতের এই ফটোশ্যুটে সম্প্রতি সবথেকে বেশি নজর কেড়েছে তাঁর কালো লিপস্টিক। প্রশংসাও যেমন পেয়েছেন, তেমন ট্রোলিং-এরও শিকার হয়েছেন সাংসদ-অভিনেত্রী। তবে তাঁর মোহময়ী লুক নজর কেড়েছে অধিকাংশ নেটিজেনের।

ফটোশ্যুটের একটি ভিডিও এবং দু'টি ছবি শেয়ার করেন তিনি। ঠোঁটের কালো লিপস্টিক নিয়ে ট্রোলড হতে হয় তাঁকে। উড়ে আসে নেটিজেনদের তির্যক মন্তব্য। কারোর মন্তব্য 'আমি ভয় পাচ্ছি', কেউ আবার লেখেন-'আমি ভয় পাচ্ছি'। কিছুদিন আগেই সারা আলি খানকে দেখা যায় নীল লিপস্টিক লাগিয়ে ছবি আপলোড করতে। ডার্ক রঙের লিপস্টিক লাগানো নিয়ে তোলপাড় হয় নেটদুনিয়া। ঐশ্বর্য রাইকেও ২০১৬ সালে কান-এ বেগুনি লিপস্টিক নিয়ে চর্চা হয় বিস্তর। নানারকম মন্তব্য শুনতে হয় বিশ্ব সুন্দরীকে। আরও পড়ুন, রাজের পরিবারে এল নতুন সদস্য, মা হলেন শুভশ্রী

 

তবে এই প্রথমবার নয়। একাধিকবার নানা বিষয় নিয়ে ট্রোলড হতে হয় নুসরতকে। তাতে যে তিনি দমে যাননি তা তাঁকে দেখেই স্পষ্ট বোঝা যায়। এইধরনের মন্তব্যের কোনও উত্তর তিনি দেন কিনা এখন তাই দেখার।