কলকাতা, ১৪ আগস্ট: শ্বাসকষ্ট জনিত (Breathing Problem) কারণে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় (Soumitra Chatterjee)। বুধবার সকালেই তাঁর শ্বাসকষ্টের প্রবনতা বেড়ে যাওয়ায় হাউস ফিজিশিয়ানকে খবর দেওয়া হয়। তাঁর পরামর্শ মতোই বাইপাসের ধারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রবীণ অভিনেতাকে। এই মুহূর্তে তাঁকে আইসিইউ-তে (ICU) দেওয়া হলেও কর্তব্যরত চিকিৎসকদের দাবি তাঁর অবস্থা এখন স্থিতিশীল। ইতিমধ্যেই চিকিৎসকদের চার সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন হয়েছে। ওই বোর্ডই অভিনেতার শারীরিক পরিস্থিতির উপরে নজর রেখেছে। বিকেলেই হাসপাতালের তরফে মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হবে, সেখানেই থাকবে সৌমিত্রবাবুর শারীরিক পরিস্থিতির যাবতীয় খবর। আরও পড়ুন-KIFF 2019:কলকাতা চলচ্চিত্র উৎসব নিয়ে সরগরম টলিপাড়া, কমিটিতে থাকছেন না অপর্ণা সেন-প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
এই প্রসঙ্গে অভিনেতার ছেলে সৌগত চট্টোপাধ্যায় জানিয়েছেন, এদিন ভোরেই অভিনেতার শ্বাসকষ্ট শুরু হলে পরিবারের তরফে গৃহচিকিৎসককে দ্রুত খবর দেওয়া হয়। তাঁর পরামর্শেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আইসিউ-তে ভর্তি হন অভিনেতা। চিকিৎসকরা পরীক্ষার পর জানান, প্রবীণ অভিনেতার ফুসফুসে সংক্রমণ রয়েছে। কিংবদন্তী অভিনেতার মেয়ে পৌলমী বসু বললেন, ‘‘বাবা দীর্ঘদিনই সিওপিডি-তে আক্রান্ত। এখন শরীরে সোডিয়াম পটাশিয়ামেরও ঘাটতি রয়েছে। তবে চিকিৎসকেরা জানিয়েছেন, বাবা এখন অনেকটা ভাল আছেন।’’
Soumitra Chatterjee admitted in ICU in a private hospital in Kolkata. However, hospital authorities said his condition is stable now.
— Anindita Acharya (@Itsanindita) August 14, 2019
জানা গিয়েছে, শ্বাসকষ্ট ছাড়াও বেশ কিছু শারীরিক সমস্যা রয়েছে সৌমিত্রবাবুর। তাই ডাক্তাররা কোনও রকমের ঝুঁকি নিতে চাইছেন না। বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখা হচ্ছে। ৮৪ বছরের অভিনেতা কয়েকদিন ধরেই শ্বাসকষ্টে কাতর ছিলেন, কেননা তাঁর ঠান্ডা লেগে গিয়েছে। এদিকে শরীরে সোডিয়াম পটাশিয়ামের মাত্রাও বেশ কম। এতকিছুর পরেও ডাক্তারবাবুরা আশ্বাস দিয়েছেন, ভয়ের কিছু নেই। এদিকে বাংলা সিনেমার কিংবদন্তী অভিনেতার অসুস্থতার খবরে টলিপাড়াতেও চিন্তার ছাপ। ইতিমধ্যেই অনেকে সৌমিত্রবাবুর শারীরিক পরিস্থিতির খোঁজখবর শুরু করেছেন। অভিনেতার সুস্থতার খবর পেতে ভিড় জমে গিয়েছে বাইপাসের ধারের ওই বেসরকারি হাসপাতাল চত্বরে।