কলকাতা, ১৩ আগস্ট: আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival) এবার ২৫ বছরে পড়ল। এখনও বেশ কয়েকমাস বাকি থাকলেও চলচ্চিত্র উৎসবের উপদেষ্টা কমিটি তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। কমিটির নতুন সদস্যের তালিকায় রয়েছে প্রখ্যাত অভিনেত্রী ও পরিচালক অপর্ণা সেন (Film Director Aparna Sen)। উপদেষ্টা কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে পরিচালক রাজ চক্রবর্তীর নাম ঘোষণা হয়েছে। একই সঙ্গে চেয়ারম্যানের পদ থেকে সরতে হয়েছে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Actor Prasenjit Chatterjee)।
তিনিই সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন স্বেচ্ছায় চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়িয়েছেন, সময় হবে না বলে। তবে শোনা যাচ্ছে, তাঁকে না জানিয়েই অপসারণ করা হত, তাই আগেভাগে সরে গেলেন। আরও পড়ুন-Happy Birthday Srabanti Chatterjee: ব্যক্তিগত জীবনে ওঠা-নামা, সিনেমাতেও হিট-ফ্লপ মিলিয়ে শ্রাবন্তীর বর্ণময় কেরিয়ার
এনিয়ে গত কয়েকদিন আগেই জলঘোলা শুরু হয়েছিল। গতমাসে কলকাতা থেকে দিল্লি যাচ্ছিলেন অভিনেতা প্রসেনজিৎ, বিজনেস ক্লাসে তাঁর সহযাত্রী ছিলেন বিজেপি নেতা মুকুল রায়। এই দৃশ্য কলকাতার অনকেই দেখেছেন। দীর্ঘ প্লেন যাত্রায় পরস্পর পরস্পরের সঙ্গে কথাও বলেছেন। গুজব রয়েছে দিল্লিতে নেমে মুকুলবাবুর গাড়িতে বেরিয়ে যান অভিনেতা। এতেই নাকি বেজায় চটেছে নবান্ন। গুঞ্জন ওঠে এবার আর প্রসেনজিৎ কেআইএফএফ-এর চেয়ারম্যান থাকলে হয়। সেই গুজব সত্যি হওয়ার আশঙ্কা দানা বাঁধে অভিনেতার মনেও। তাই ইকটি ইংরেজি দৈনিকের সাক্ষাৎকারে জানান, পদ থেকে অপসারণ করা হলে যেন আগেই তাঁকে জানানো হয়। এই প্রসঙ্গে অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়ের বিষয়টিও তিনি মনে করিয়েছিলেন। এদিকে অপর্ণা সেনও দৃশ্যতই বিরক্ত সাফ জানালেন, তাঁকে না জানিয়েই চলচ্চিত্র উৎসবের উপদেষ্টা কমিটির সদস্য করা হয়েছে। একবারও অনুমতি নেয়নি রাজ্য সরকার। তাঁর যা যোগ্যতা তাতে উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন হতে পারেন, সদস্য নয়। চেয়ারপার্সনের পদে সিনিয়রিটি মেনটেন করতে পারত সরকার। তাছাড়া তিনি নতুন ছবির কাজে হাত দিচ্ছেন হাতে বিশেষ সময়ও নেই। অন্যদিকে অস্কারের জুরি মেম্বার হয়েছেন তাতেও ব্যস্ত থাকবেন। তাই চেয়ারপার্সনের দায়িত্ব দিলে তাতে সম্মতি জানাতেন কি না তানিয়েও বাবতে হবে। তাহেল কী দাঁড়াচ্ছে, কলকাতা চলচ্চিত্র উৎসবের ২৫ বর্ষ পূ্র্তিতে উপদেষ্টা কমিটিতে থাকছেন না অপর্ণা প্রসেনজিৎ
অন্যদিকে অপর্ণা সেনের মন্তব্যে কলকাতা চলচ্চিত্র উৎসবের উপদেষ্টা কমিটির নতুন চেয়ারম্যান রাজ চক্রবর্তী (Raj Chakravarty) যে খুশি হননি তা বেশ স্পষ্ট। তিনি বলেন, রিনাদির ছবি দেখে বড় হয়েছি। তাঁর অভিনীত পরিচালিত ছবি দেখি, তিনি আমার আইডল। তবে বাণিজ্যিক ছবির পরিচালককে চেয়ারম্যান করায় টলিপাড়ায় কানাঘুষো চলছেই।