কলকাতা, ২৯ জানুয়ারি: ফুটবলার হলেন অভিনেতা! অবাক লাগছে... নাকি বিশ্বাস করতে পারছেন না? শীঘ্রই মুক্তি পেতে চলেছে 'গোলন্দাজ'(Golondaaz)। সেই ছবিতেই ভারতীয় ফুটবলের প্রাণপুরুষ নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর বায়োপিক (Nagendra Prasad Sarbadhikary Biopic) আসতে চলেছে। ফুটবলের প্রাণপুরুষের চরিত্রে অভিনয় করেছেন দেব(Dev)। বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে রয়েছে ফুটবল। সেই ফুটবলের প্রাণপুরুষের বায়োপিক ঘিরে উত্তেজনা তুঙ্গে টলি ইন্ডাস্ট্রিতে(Tollywood)।
গত ২৬ জানুয়ারি ইতিমধ্যেই 'গোলন্দাজ' ছবির টিজার রিলিজ হয়েছে। দেবের বাবার চরিত্রে রয়েছেন শ্রীকান্ত আচার্য। এছাড়া সিনেমায় ভার্গবের চরিত্রে অভিনয় করেছেন অনির্বাণ ভট্টাচার্য। দেবের স্ত্রীর চরিত্রে রয়েছেন ইশা। যিনি শোভবাজারের রানী কমলিনীর চরিত্রে অভিনয় করেছেন।আরও পড়ুন: Shah Rukh Khan: পেশোয়ারে প্রয়াত শাহরুখের বোন নুর জাহান
বাঙালির কাছে ফুটবল মানেই ইস্টবেঙ্গল-মোহনবাগান। ঘটি-বাঙালের লড়াই। কিংবা ইলিশ-চিংড়ির লড়াই। সেই লড়াই-ই এবার দেখা যেতে চলেছে বড় পর্দায়। ছবিটির পরিচালক ধ্রুব ব্যানার্জি। বহুদি ন পর একেবারে অন্য চরিত্রে আবারও বড় পর্দায় দেখা যেতে চলেছে দেবকে।