পৌলমী বসু (Picture Credits: Facebook)

কলকাতা, ১৭ জানুয়ারি: করোনায় আক্রান্ত প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) মেয়ে পৌলমী বসু (Poulami Bose)। আপাতত রয়েছেন কোয়ারেন্টিনে। তবে হাসপাতালে যেতে হয়নি, বাড়িতেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। সংবাদ প্রতিদিনের খবর অনুযায়ী, শ্বাসকষ্টের সমস্যাও হচ্ছে তাঁর। শারীরিক দুর্বলতা রয়েছে। চিকিৎসকদের পরামর্শ মেনে আপাতত বাড়িতে থেকেই ওষুধ খাচ্ছেন।

গত বছর করোনায় আক্রান্ত হয়ে ৪০ দিনেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ১৫ নভেম্বর ১২.১৫ মিনিটে বেলভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এবার পৌলমী নিজেই আক্রান্ত হলেন করোনায়। বেশ কয়েক বছর ধরেই অসুস্থ পৌলমী বসুর মা এবং ছেলে। আরও পড়ুন, টুইটে বাগযুদ্ধের পর সায়নী ঘোষের বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের বিজেপি নেতা তথাগত রায়ের

গতবছর ৬ অক্টোবর করোনা (Corona Virus) আক্রান্ত হয়ে বেলভিউ হাসপাতালে ভরতি হয়েছিলেন পৌলমীর বাবা সৌমিত্র চট্টোপাধ্যায়। প্লাজমা থেরাপির পর তাঁর করোনা (COVID-19) রিপোর্ট নেগেটিভ এসেছিল। সেই সঙ্গে চিকিৎসাতেও সাড়া দিতে থাকেন তিনি। কিন্তু আচমকাই ফের তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। চিকিৎসকরা জানান, সৌমিত্রের শরীরে সমস্যার প্রধান কারণ কোভিড। যার ফলে অর্গ্যান ফেলিওর হতে থাকে। দীর্ঘদিন লড়াইয়ের পর প্রয়াত হন সৌমিত্রবাবু।