অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে গভীর শোকাহত বলিউডও। কিংবদন্তী শিল্পী গোটা বিশ্বের দরবারে সম্মান পেয়েছেন। তাই তাঁর প্রয়াণ আপামর দেশবাসীকে কাঁদিয়ে দিয়ে গেল। অভিনেতা অনিল কাপুর, পরেশ রাওয়াল, রাজ বাব্বর, রণদীপ হুডা, রিচা চাড্ডা, মনোজ বাজপেয়ী তাদের টুইটবার্তায় সৌমিত্রবাবুর উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Actor Soumitra Chatterjee) প্রয়াণে শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee)। প্রধামন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপি নেতা জেপি নাড্ডা, রাহুল গান্ধী, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক টুইটে শোকবার্তা জানান।
আজ সন্ধে ৬টা বেজে ৪৫ মিনিটে কালীঘাটের কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছয় প্রয়াত অভিনেতা সৌমিত্র চ্যাটার্জির মরদেহ। তাঁর শেষযাত্রায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সহ রাজনৈতিক ব্যক্তিত্বরা, উপস্থিত ছিলেন সিপিএমের নেতা বিমান বসু, সূর্যকান্ত মিশ্র এবং টলিউডের একাংশ, বাংলা নাট্যজগত,গানের জগতের কলাকুশলীরা। করোনাকে উপেক্ষা করে শেষযাত্রায় সৌমিত্রবাবুকে সম্মান জানাতে হাজার হাজার মানুষ মিছিলে অংশগ্রহণ করেন। মরদেহের গাড়িতে ছিলেন সৌমিত্র কন্যা পৌলমী। কেওড়াতলা মহাশ্মশানে পৌঁছে সৌমিত্রবাবুর মরদেহের কাছে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন কন্যা পৌলমী। আরও পড়ুন, কেওড়াতলা মহাশ্মশানে গান স্যালুটে সম্মান জানিয়ে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় প্রয়াত অভিনেতা সৌমিত্র চ্যাটার্জিকে
A legend...an inspiration....🙏🏻 pic.twitter.com/MvQCKOHOBy
— Anil Kapoor (@AnilKapoor) November 15, 2020
RIP Soumitra Chatterjee! You live on through your work for eternity! Thank you for the movies. A big, big loss to the world of cinema and art. An era has indeed ended with no one in sight to fill the void.💔 pic.twitter.com/ysXiACW6ex
— TheRichaChadha (@RichaChadha) November 15, 2020
दिग्गज अभिनेता थे #SoumitraChatterjee । आज चले गए। सत्यजीत रॉय की 'अपुर संसार' से अभिनय यात्रा की शुरूआत और दादा साहेब फ़ाल्के पुरस्कार जैसे पड़ाव से सजे उनके सफ़र की पहचान थी उनकी सहजता। अपना सबकुछ भूल किरदारों के ही हो जाते थे सौमित्र दा। बहुत याद आएंगे। श्रद्धांजलि। pic.twitter.com/tWoknBMH2I
— Raj Babbar (@RajBabbarMP) November 15, 2020
আজ বেলা ১২টা ১৫ মিনিট নাগাদ বেলভিউ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। করোনা থেকে সুস্থ হলেও ক্রমেই কোমর্বিডিটির কারণে তাঁর শারীরিক অবস্থা খারাপের দিক চলে যায়। গত শুক্রবার থেকে অবস্থা একেবারেই খারাপ হতে থাকে। মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়। চলে যায় চেতনা। সৌমিত্রবাবুকে ১০০ শতাংশ ভেন্টিলেশনে রাখা হয়েছে। সব ধরনের চেষ্টা করেও তাঁকে বাঁচানো যায়নি। তাঁর মৃত্যুতে শোকগ্রস্ত চলচ্চিত্র জগৎ।