অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি (Photo Credits: লয়েড তুহিন হালদার)

Actress Jyotika Jyoti Special Interview: 'রাজলক্ষ্মী ও শ্রীকান্ত' (Rajlokkhi O Srikanta) ছবি নিয়ে সরগরম ছিল টলিউড ইন্ডাস্ট্রি (Tollywood Industry)। এক বড়সড় ঝড় সামলে শেষপর্যন্ত মুক্তি পেল প্রদীপ্ত ভট্টাচার্য্যের ছবি 'রাজলক্ষ্মী ও শ্রীকান্ত'। বাংলা ছবি হলেও ছবিটি দেখানোর জন্য হল পাওয়া যাচ্ছিল না এই বাংলাতেই। কিন্তু সোশ্যাল মিডিয়ার প্রচার ও 'রাজলক্ষ্মী ও শ্রীকান্ত' টিমের অক্লান্ত পরিশ্রমের পরে শহর ও শহরতলির হলগুলিতে রমরমিয়ে চলে ছবিটি। জনতার উচ্ছ্বাস ছিল সত্যিই চোখে পড়ার মত। 'প্রথম চার দিন হল ভরিয়ে দিন' শেষপর্যন্ত হিট।

ছবির প্রচার ও ছবিটি দেখার পর আর নতুন করে বলে দিতে হয় না বাংলাদেশি অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির কথা। এই ছবির একটি কেন্দ্রীয় চরিত্রে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে অভিনয় করেছেন। এই অসামান্য অভিনেত্রীর অভিনয়ে কাবু দর্শকের মন। তাঁর অভিনয়ে প্রশংসায় পঞ্চমুখ গোটা বাংলা। পুজোয় কী করছেন এই অভিনেত্রী? বাংলা ইন্ডাস্ট্রি নিয়েই বা কী বললেন? জেনে নিন 'লেটেস্টলি বাংলা' (LatestLY Bangla)- কে কী কী বললেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। আরও পড়ুন, 'গুমনামী' রিভিউ: আজ মুক্তি পেয়েছে সৃজিত মুখার্জির এই ছবি, কেমন লাগল দর্শকদের? 

লেটেস্টলি বাংলা: রাজলক্ষ্মী ও শ্রীকান্ত মুক্তি পেয়ে গেছে, দর্শকের প্রতিক্রিয়া কীরকম? আপনার কীরকম লাগছে?

খুব পজেটিভ, ভীষন প্রশংসা করছে সবাই। একাধিকবার লোকে দেখছে ছবিটা। মাত্র ৫ দিনে এত রেসপন্স !!!! এটা তো সত্যি খুব আনন্দের।

লেটেস্টলি বাংলা: ভবিষ্যতে টলিউড ইন্ডাস্ট্রিতে বাণিজ্যিক ছবির অফার পেলে করবেন?

কেন নয়! আমি যেকোন ধরনের কাজেই এক্সপেরিমেন্ট করতে চাই। ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত”কে কিন্তু আলাদা করে কোন ঘরানা না করাই ভালো।

লেটেস্টলি বাংলা: কী ধরণের চরিত্রে অভিনয় করতে আপনার ভালো লাগে?

নতুন নতুন সব, রিপিটে আনন্দ কম।

লেটেস্টলি বাংলা: বাংলার সেরা পরিচালক ও পছন্দের নায়ক কে?

আসলে একজন করে নাম বলা সম্ভব না। এটা আমার পেশা, সো ভালো কাজ করেন এমন সবার সাথেই কাজ করতে চাই।

লেটেস্টলি বাংলা: এইমুহুর্তে ভারতীয় অন্য কোন বাংলা ছবির প্রজেক্ট রয়েছে?

'রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ এখনো মাথা থেকে বেরোয়নি।

লেটেস্টলি বাংলা: রাজলক্ষ্মী ও শ্রীকান্ত যে হল পেতে এত বেগ পেতে হল, এই নিয়ে কী মতামত?

প্রথমে তো খুব মন খারাপ, তারপর তো হলো রিলিজ। এটা শুধু সম্ভব হলো দর্শকদের জন্য যারা ছবিটা দেখতে চেয়েছিলো।অদ্ভুতভাবে একটা আন্দোলন তৈরী হয়ে গেলো, বাংলা সিনেমার ইতিহাসে যা এক দারুন উদাহরণ হয়ে থাকবে। সকলের আন্দোলনের ফসল এই ছবির রিলিজ।

লেটেস্টলি বাংলা: বাংলা ছবি দেখা ও বানানোর গুরুত্ব নিয়ে কিছু বলুন...

নিজের ভাষার ছবি সবদিক থেকে সর্বাধিক গুরুত্বে রাখা উচিত।

লেটেস্টলি বাংলা: বাংলায় ওয়েব সিরিজে ভালো কাজ পেলে করবেন?

হ্যাঁ, করবো।

লেটেস্টলি বাংলা: দুর্গাপুজোয় কলকাতায় এই প্রথমবার?

না, এটা তৃতীয়বার।

লেটেস্টলি বাংলা: দুর্গাপুজো কলকাতাতেই কাটাচ্ছেন? নাকি বাংলাদেশ ফিরে যাচ্ছেন? (পুজো প্ল্যান)

আর্ধেক আর্ধেক। এখানে প্যান্ডেলে প্রতিমা দেখবো, ওখানে পরিবারের সাথে পুজো কাটাবো।