অনুপম রায়ের মিউজিক ভিডিও 'মানুষ ভালো নেই'

করোনা মহামারীতে বিধ্বস্ত জনজীবন। জীবনের চাকা গতি পেতে না পেতেই ফের লকডাউনে আটকে যাওয়া। দুয়ারে করোনা, মনে আতঙ্ক। অগত্যা ফের গৃহবন্দি জীবন। বৈশ্বিক মহামারীর কোপে কেউ হারিয়েছেন কাজ, কারও কাজের অভাবে জুটছে না ভাত। এরমধ্যেও পেটের তাগিদে ছুটে যাওয়া। করোনায় সামাজিক দূরত্বের চাপে মানুষ একপ্রকার কোণঠাসা। সব মিলিয়ে 'মানুষ ভালো নেই'।

সাধারণ মানুষের ওপর করোনা পরিস্থিতির ধাক্কার গল্পই গানে তুলে ধরলেন অনুপম রায় (Anupam Roy)। মিউজিক ভিডিওর নাম 'মানুষ ভালো নেই' (Manush Bhalo Nei)। আজই ইউটিউবে মুক্তি পেল গানটি। মুগ্ধ করলেন সহ গায়ক সিজিও। গানে, কথায়, সুরে অনুপম নিজেই। প্রজন্মের সঙ্গে তাল মিলিয়ে সিজির দুর্দান্ত র‍্যাপ গানের অন্যতম আকর্ষণ। মিউজিক ভিডিওর মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। জনপ্রিয় শর্টফিল্ম 'ট্যালেন্ট' এবং প্রেম টেম ছবিতে অভিনয় করতে দেখা যায় তাঁকে। এরপর অনুপমের এই মিউজিক ভিডিওতেও দেখা গেল তাঁর অনবদ্য অভিনয়। মিউজিক ভিডিওটির পরিচালনা করেছেন সৌরদীপ্ত চৌধুরী। পরিবেশনায় রকরুলজ ষ্টুডিও। প্রোডাকশন ডিজাইন করেছে ইভেন্টমাস।

আরও পড়ুন, চোটে ভরা দিয়া মির্জার মুখ,হাত, ভাইরাল অভিনেত্রীর ছবি

অনুপমের গানের কথায় উঠে এসেছে সাধারণ মানুষের বর্তমান লড়াইয়ের গল্প। নিজ নিজ সমস্যায় জর্জরিত প্রতিটা মানুষের জীবনেই জেঁকে বসেছে করোনা মহামারী। শারীরিক, মানসিকভাবে বিধ্বস্ত মানুষ। মাস্ক, হাসপাতাল, অসুস্থতা...বছর ঘুরে গেলেও দমবন্ধকর পরিস্থিতির অবসান নেই। আগাছায় ভরে গিয়েছে চারিদিক। নেই চায়ের দোকানের আড্ডা। বর্তমান কেনা বেচার রাজনৈতিক পরিস্থিতিও জায়গা করে নিয়েছে এই গানে। হারিয়ে যাচ্ছে মানুষের মনুষ্যত্ব। তবে আশা দিনবদলের, নতুন ভোরের।