Aindrila Sharma (Photo Credit: Facebook)

কলকাতা, ১৬ নভেম্বরঃ স্ট্রোকের পর এবার হৃদরোগে আক্রান্ত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। অবস্থা আরও সংকটজনক। তাঁকে দেওয়া হয়েছে ‘সিপিআর’। বুধবার সকালে হাসপাতাল সূত্রে অভিনেত্রীর হৃদরোগ আক্রান্ত হওয়ার খবর জানা যায়। একবার নয়, হার্ট অ্যাটাকের একাধিক এপিসোড দেখা গিয়েছে তার।

চলতি মাসের শুরুতেই ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঐন্দ্রিলা (Aindrila Sharma)। সেই থেকেই ভেন্টিলেশনে লড়াই চালাচ্ছে সে। এরই মাঝে বুধবার হৃদরোগে আক্রান্ত হন অভিনেত্রী। তাঁর অবস্থা একেবারেই স্থিতিশীল নয়। প্রতি নিয়ত ঐন্দ্রিলার সুস্থতার কামনা করে যাচ্ছে তার অনুরাগীরা। ঠিক দুদিন আগেই সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury) নিজের ফেসবুক হ্যান্ডেল থেকে তার সকল অনুরাগীর কাছে অনুরোধ করেছেন, তারা যেন ঐন্দ্রিলার সুস্থতার জন্যে মন থেকে কামনা করেন।

আরও পড়ুনঃ শিব ঠাকরের পুরনো ঘনিষ্ঠ ছবি ভাইরাল, হুলুস্থুল নেটপাড়ায়

পরপর দুবার ক্যানসারের মত এক মারণ রোগকে বুড়ো আঙুল দেখিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিলেন ২৪ বছরের ঐন্দ্রিলা শর্মা। কিন্তু বছর পার হতে না হতেই ব্রেন স্ট্রোক। আর তার সপ্তাহ দুয়েকের মধ্যে হার্ট অ্যাটাক। চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের। কিন্তু হার মানতে নারাজ চিকিৎসক থেকে শুরু করে ঐন্দ্রিলার সকল শুভাকাঙ্ক্ষী। হাসপাতালের বেডে নিজের সর্বস্ব দিয়ে সুস্থ হয়ে ওঠার লড়াই চালাচ্ছে সে নিজেও।

কেমো থেরাপির কারনেই কী দিনে দিনে ঐন্দ্রিলার শারীরিক অবস্থার অবনতি ঘটছে? ক্যানসারের চিকিৎসা চলাকালীন তাঁকে নিতে হয়েছিল বহু কেমো থেরাপি। কেমোর ওষুধের নানা পার্শ্বপ্রতিক্রিয়া থাকে ঠিকই। কিন্তু ঐন্দ্রিলার (Aindrila Sharma) ক্ষেত্রে সেই রকম কিছু ঘটছে কিনা তার কোন নিশ্চয়তা এখনও মেলেনি।