Saurav Das (Photo Credits: Instagram)

কলকাতা, ২৮ নভেম্বরঃ শহরজুড়ে বিয়ের মরশুম। যার হাওয়া ইতিমধ্যেই বইতে শুরু করেছে টলিপাড়াতে। গতকাল ২৭ নভেম্বর বিয়ে সারলেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। অভিনেতার যোধপুরের ফ্ল্যাটে আইনি নিয়ে এবং আংটি বদল সেরেছেন দম্পতি। অতিথি বলতে দুই পরিবার এবং ইন্ডাস্ট্রির একেবারে ঘনিষ্ঠ কিছু মানুষ। আইনি বিয়ে সেরে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি তুলে ধরেন পরম। পরম-পিয়ার বিয়ের রেশ কাটতে না কাটতেই আরও এক অভিনেতার বিয়ের খবর শোনা যাচ্ছে। সব কিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বরেই সাতপাকে বাঁধা পড়বেন পর্দার মন্টু পাইলট অর্থাৎ সৌরভ দাস।

অভিনেত্রী অনিন্দিতা বোসের সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছে গত বছরেই। এদিকে সহ অভিনেত্রী দর্শনা বণিকের সঙ্গে প্রেমের গুঞ্জন চলছিল আগে থেকেই। সেই গুঞ্জনই এবার সত্যি হতে চলেছে। গাঁটছড়া বাঁধতে চলেছেন সৌরভ এবং দর্শনা। পাকা হয়ে গিয়েছে বিয়ের তারিখও। ১৫ ডিসেম্বর চারহাত এক হতে চলেছে দুজনের। দুই পরিবারই ভীষণ খুশি তাঁদের সিদ্ধান্তে। জানা যাচ্ছে, কলকাতার এক রিসোর্টে জাঁকজমক করে বিয়ে করবেন সৌরভ এবং দর্শনা। পরিবার, বন্ধুবান্ধবের পাশাপাশি ইন্ডাস্ট্রির বহু মানুষও উপস্থিত থাকবেন বিয়েতে।

সৌরভ-দর্শনার মিউজিক ভিডিয়ো... 

 

View this post on Instagram

 

A post shared by Saregama Bengali (@saregamabengaliofficial)

২০২১ সালে প্রথমবার একসঙ্গে পর্দা ভাগ করে নেন সৌরভ এবং দর্শনা। সেই থেকেই প্রেমের গুঞ্জন শুরু। ধীরে ধীরে সময় যত এগিয়েছে দুজনের মন আরও কাছাকাছি এসেছে। আর সময় নষ্ট না করে মন্টু পাইলটের সঙ্গে এবার বিয়েটা সেরে ফেলতে চাইছেন দর্শনা। ওটিটি মঞ্চের কাজ নিয়ে বেজায় ব্যস্ত সৌরভ। সস্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত 'অন্তরমহল' ওয়েব সিরিজটি। অন্যদিকে টলিউড, বলিউড হয়ে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে কাজ করে চলেছেন দর্শনা।