ফাইল ছবি

কলকাতা, ১০ জুন: নুসরত জাহান (Nusrat Jahan), যশ দাশগুপ্তের (Yash Dasgupta) বিয়ে, বিচ্ছেদ নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। নুসরত জাহানের অন্তঃসত্ত্বা হওয়ার খবর থেকে, নিখিল জৈনের (Nikhil Jain) সিভিল স্যুট কিংবা অভিনেত্রীর অফিসিয়াল স্টেটমেন্ট নিয়ে জোরদার জল্পনা শুরু হয়ে যায়। এসবের মধ্যে এবার নতুন স্টেটাস শেয়ার করতে দেখা গেল যশ দাশগুপ্তকে।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে স্টেটাস শেয়ার করে যশ বলেন, চালাক মানুষ সব সময় সমস্যার সমাধান করেন। বুদ্ধিমানরা এড়িয়ে যান। যশের ওই স্টেটাস প্রকাশ্যে আসতেই ফের তা নিয়ে জল্পনা শুরু হয়।

 

 

View this post on Instagram

 

নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে যশ দাশগুপ্ত কাকে চালাক বললেন আর কাকে বুদ্ধিমান বলে সম্মোধন করলেন, তা নিয়ে চর্চা শুরু করেন নেট জনতা।

আরও পড়ুন: Nusrat Jahan: সংসদে দাঁড়িয়ে বিয়ে নিয়ে মিথ্যে বলেন নুসরত জাহান? প্রশ্ন বিজেপির অমিত মালব্যর

যদিও ওই স্টেটাস শেয়ার করার পর ফের নিজের মুখে কুলুপ আঁটেন অভিনেতা। তিনি যে নুসরত জাহান এবং নিখিল জৈনের সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করতে চান না কিংবা ওই বিষয়ে জড়াতে চান না, তা স্পষ্ট করে দেন অভিনেতা।