Aindrila Sharma (Photo Credit: Aindrila Sharma/ Facebook)

কলকাতা, ১ সেপ্টেম্বর:  একের পর এক মাস পেরিয়ে যাচ্ছে। তাঁরা মাস গুনছেন আবার কবে আগের দিনগুলিতে ফিরতে পারবেন, তা ভেবে। ঐন্দ্রিলার ছবি শেয়ার করে যেন নিজেদের কষ্টের কথা তুলে ধরলেন 'বামাক্ষাপা' খ্য়াত সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)।

বেশ কয়েক মাস যাবৎ ক্যানসারে (Cancer) আক্রান্ত জিয়নকাঠি খ্যাত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। ঐন্দ্রিলার অসুস্থতার পর তাঁকে নিয়ে যেমন চিকিৎসা করাতে দেখা যায় সব্যসাচীকে, তেমনি কাছের মানুষের পাশে থেকে সব সময় তাঁকে মনের জোরও বাড়াতে দেখা যায় অভিনেতাকে। সবকিছু মিলিয়ে অসুস্থতার সময় বান্ধবীর পাশে থেকে, তাঁকে সব মনের জোর যোগাতে দেখা যায় অভিনেতাকে।

দুরারোগ্য রোগ সারাতে ঐন্দ্রিলার জটিল অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচারের পর ঐন্দ্রিলাকে কেমো দেওয়াও শুরু হয়েছে। কেমোর দিনগুলোয় এত যেন ঐন্দ্রিলার শরীর আরও খারাপ হয়ে পড়ে। ওই সময় সারা শরীরের যন্ত্রণায় যেন কুঁকড়ে যেতে শুরু করেন ঐন্দ্রিলা।  কষ্টের দিনগুলিতে সব্যসাচী সব সময় তাঁর পাশে থেকে ব্যথা কমানোর চেষ্টা করেন। মাঝে মধ্যে তাঁকে বই পড়েও শোনান।

আরও পড়ুন:  Taliban: তালিবান কি জঙ্গি নয়? তালিব নেতার সঙ্গে দোহার বৈঠক নিয়ে প্রশ্নের মুখে মোদী সরকার

যে দিনগুলিতে ঐন্দ্রিলা (Aindrila Sharma) ভাল থাকেন, সেই সময় শুয়ে শুয়ে সিনেমা দেখেন এবং মোমো খান। এমনও বলতে শোনা যায় সব্যসাচীকে।

প্রসঙ্গত ৬ বছর আগে একবার দুরারোগ্য অসুখে আক্রান্ত হন ঐন্দ্রিলা। ওই সময় লড়াই করে ফিরে আসেন তিনি। এবারও ঐন্দ্রিলা লড়াই করে আবার ছোট্ট ফিনিক্সের মতো সবার কাছে ফিরে আসবেন সুস্থ হয়ে। এমনই আশা নিয়ে বসে সব্যসাচী।