Rituparna Sengupta (Photo Credit: X)

কলকাতাঃ আর জি কর কাণ্ডের(R G Kar Rape Case) প্রতিবাদে ৪ সেপ্টেম্বর ফের রাত দখল আন্দোলনে সামিল হয়েছিল গোটা রাজ্য। শহরের রাজপথে যখন কার্যত জনসমুদ্র, ন্যায় বিচারের দাবিতে পথে হাঁটছে মানুষ, স্লোগান উঠছে মুহুর্মুহু তখন এই প্রতিবাদে সামিল হতে শ্যামবাজার পৌঁছেছিলেন টলিউডের(Tollywood) অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত(Rituparna Sengupta)। কিন্তু সেখানে পৌঁছে আন্দোলনকারীদের বিক্ষোভের মুখে পড়লেন অভিনেত্রী। উঠল 'গো ব্যাক(Go Back)' স্লোগান। অভিনেত্রীর গাড়ি ঘিরে চলল বিক্ষোভ। শুধু তাই নয় উত্তেজিত জনতা তাঁর গাড়ির কাচে পর্যন্ত ধাক্কা দেয়, তখন গাড়ির ভিতরেই ছিলেন তিনি। গাড়ির কাচ ভেঙে যাওয়ার উপক্রম হয় একপ্রকার।গাড়ির ভিতর থেকে শান্ত থাকার অনুরোধ জানান তিনি, তবে তাতে কোনও কাজ হয়নি। শ্যামবাজারে তাঁর উপস্থিতি মেনে নেয়নি আমজনতা। শেষমেশ গাড়ি ঘুরিয়ে নিতে বাধ্য হন অভিনেত্রী। এই ঘটনায় বিরূপ প্রতিক্রিয়া সোশ্যাল মিডিয়ায়। অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। নিন্দায় সরব হয়েছেন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী। চরম ক্ষোভ প্রকাশ করেছেন শিল্পী সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়। শুধু ঋতুপর্ণাই নন, এদিন যাদবপুরে বিক্ষোভের শিকার হন প্রাক্তন সাংসদ এবং অভিনেত্রী মিমি চক্রবর্তীও। তাঁকে লক্ষ্য করেও 'গো ব্যাক' স্লোগান ওঠে। কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে শেষমেশ এলাকা ছাড়েন অভিনেত্রী।

ঋতুপর্ণাকে 'গো ব্যাক' স্লোগান