মুম্বই, ২১ এপ্রিল : তৃতীয় সন্তান হলে, সেই পরিবারের মানুষকে জরিমানা দিতে বলা হোক অথবা তাঁদের ভরা হোক জেলে। জনসংখ্যা নিয়ন্ত্রণে এবার এমনই বিস্ফোরক মন্তব্য করলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। বলিউড (Bollywood) অভিনেত্রীর সেই মন্তব্য প্রকাশ্যে আসতেই শুরু হয়ে যায় জোর শোরগোল।
সম্প্রতি কঙ্গনা মন্তব্য করেন, ভারতবর্ষ অধিক জনঘনত্বের দেশ। কাগজে কলমে এই দেশের জনসংখ্যা ১৩০ কোটি। খাতা, কলমের বাইরে আরও ২৫ কোটি মানুষ অতিরিক্ত বসবাস করেন এ দেশে। যার মধ্যে রয়েছেন বেআইনি অনুপ্রবেশকারীরা। ফলে চিনের (China) মতো করে ভারতবর্ষেরও জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে হবে বলে দাবি করেন কঙ্গনা। আর তার জন্যই কারও ২-এর বেশি সন্তান হলে, হয় তাঁদের জরিমানা করা হোক না হলে ভরে দেওয়া হোক জেলে (Jail)।
আরও পড়ুন : Bipasha Basu on COVID 19 : 'ওঁদের সাহায্য করুন', করোনাকালে চিকিৎসকের ভিডিয়ো শেয়ার করে অনুরোধ বিপাশার
বলিউডের একজন প্রথম সারির অভিনেত্রী হয়ে জনসংখ্যা নিয়ন্ত্রণ নিয়ে কঙ্গনা কীভাবে ওই ধরনের মন্তব্য করলেন, তা নিয়ে কটাক্ষ করেন অনেকেই।