বিপাশার আবেদন

মুম্বই, ২১ এপ্রিল : 'নিজেদের জীবনকে বাজি রেখে মানুষের সেবা করে চলেছেন চিকিৎসক এবং চিকিৎসা কর্মীরা। প্রতিদিন নিজেদের জীবন বিপন্ন করে আমাদের সাহায্য করছেন ওঁরা। এবার আমাদেরও উচিত ওঁদের জন্য কিছু করা। ওঁদের সাহায্য করা।' মুম্বইয়ের এক চিকিৎসকের ভিডিয়ো শেয়ার করে এমনই বললেন বিপাশা বসু (Bipasha Basu)।

করোনার (Corona) দ্বিতীয় ঢেউ যখন গোটা দেশ জু্ড়ে থাবা বসাতে শুরু করেছে, সেই সময় মানুষ কেন মাস্ক না পরে বাড়ির বাইরে বের হচ্ছেন? কেন জনবহুল জায়গায় যাচ্ছেন? বর্তমানে দেশের যা অবস্থা বিশেষ করে মুম্বইতে (Mumbai), সেখানে করোনা আক্রান্তদের জন্য শয্যার ব্যবস্থা করতে পারছেন না চিকিৎসকরা (Doctor)। কত রোগীর অক্সিজেনের (Oxygen) প্রয়োজন হলেও, তাঁদের জন্য ব্যবস্থা করতে পারছেন না। দিনে পর দিন ধরে অবস্থা খারাপ হচ্ছে। ফলে মানুষ যাতে করোনা বিধি পালন করে ঘরে থাকেন, সেই আবেদন করেন এক চিকিৎসক।

আরও পড়ুন : Hina Khan : হঠাৎ দুঃসংবাদ হিনা খানের বাড়িতে, চাঞ্চল্য

 

View this post on Instagram

 

মুম্বইয়ের ওই চিকিৎসকের ভিডিয়ো ভাইরাল হয়ে যায় অন্তর্জালে। ওই চিকিৎসকের ভিডিয়ো শেয়ার করে সাধারণ মানুষকে সতর্ক করেন বিপাশা বসু। প্রত্যেকে যাতে সাবধানে থাকেন, সেই আবেদন জানান বলিউড (Bollywood) অভিনেত্রী।