Hina Khan : হঠাৎ দুঃসংবাদ হিনা খানের বাড়িতে, চাঞ্চল্য
বাবার সঙ্গে হিনা , ছবি ট্যুইটার, ইনস্টাগ্রাম

মুম্বই, ২১ এপ্রিল : করোনা (Corona) আবহের মধ্যেই দুঃসংবাদ হিনা খানের পরিবারে। হৃদযন্ত্র বিকল হয়ে মৃত্যু হল জনপ্রিয় অভিনেত্রীর বাবার। মুম্বইতেই মৃত্যু হয় বিগ বস খ্যাত অভিনেত্রীর বাবার।

সম্প্রতিএকটি মিউজিক ভিডিয়ো শ্যুটের জন্য কাশ্মীরে যান হিনা খান (Hina Khan)। বাবার মৃত্যুর খবর পাওয়ার পরপরই তড়িঘড়ি কাশ্মীর থেকে মুম্বইতে ফিরে আসেন অভিনেত্রী। হিনার বাবার মৃত্যুর খবরে টেলি জগতের একাধিক তারকা শোক প্রকাশ করেন। তবে হিনা খান এ বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি।

আরও পড়ুন  : Chaiti Ghoshal : ভাইরাসের থাবা টলিউডে, করোনায় আক্রান্ত চৈতি ঘোষাল

বাবার মত্যুর খবর পেয়ে মুম্বইতে (Mumbai) ফেরার পর পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়েন হিনা খান। পাপারাৎজির ক্যামেরায় ধরা পড়ার পরও মুখ খুলতে দেখা যায়নি অভিনেত্রীকে।

এদিকে বন্ধু রকি জয়সওয়ালের সঙ্গে হিনা খান কবে গাঁটছড়া বাঁধছেন, সে বিষয়ে জল্পনা অব্যাহত। যদিও হিনা খান জানান, বলিউডে (Bollywood) সবে সবে নিজের জায়গা শক্ত করতে শুরু করেছেন তিনি। ফলে এই মুহূর্তে বিয়ের চিন্তাভাবনা তিনি করছেন না বলে স্পষ্ট জানান অভিনেত্রী।