The Kapil Sharma Show: নতুন পরিবার নিয়ে পর্দায় ফিরছেন কপিল শর্মা, প্রথম দিনেই হাজির কাটপুতলির গোটা টিম (দেখুন ভিডিও)
Photo Credit_Instagram

শো কয়েক মাস বিরতির পরে ছোট পর্দায় ফিরে আসছে কপিল শর্মার শো। সোনি এন্টারটেইনমেন্ট এর নির্মাতারা প্রকাশ করলেন তারই এক ঝলক। ১০সেপ্টেম্বর থেকে শুরু হতে চলা কপিল শর্মার নতুন সিজনের প্রথম এপিসোডে থাকবেন কাটপুতলি ছবির মুখ্য অভিনেতা অক্ষয় কুমার, রাকুল প্রীত সিং, তা  ছাড়াও সর্গুন মেহতা, চন্দ্রচূড় সিং এবং প্রযোজক জ্যাকি ভগনানিকে দেখা গেছে প্রোমো ভিডিওতে । ডিজনি প্লাস হটস্টারে পূজা এন্টারটেইনমেন্ট এর ব্যানারে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে 'কাটপুতলি'। ছবিটি পরিচালনা করেছেন রণজিৎ এম তিওয়ারি।

ভারতের হিমাচল প্রদেশের কসৌলিতে ঘটতে থাকে একের পর এক খুন। প্রতিবার খুন করে খুনি পুলিশের হাত থেকে পালিয়ে যায়। এই খুনির শিকার কম বয়সী নারীরা। পুলিশ এই সিরিয়াল কিলারকে ধরতে নাজেহাল। ফলে তদন্তের ভার পড়ে চৌকস পুলিশ কর্মকর্তা অর্জুন শেঠির ওপর। তিনি পারবেন খুনিকে ধরতে? 'সিরিয়াল কিলিং' বিষয় নিয়ে নির্মাণ করা হয়েছে অক্ষয় কুমার, রাকুল প্রীত সিংয়ের নতুন সিনেমা 'কাটপুতলি। এটি তামিলের সুপারহিট সিনেমা 'রাতাসান'-এর অফিশিয়াল হিন্দি রিমেক।