কলকাতা, ৮মে: টিভিতে বাংলা চ্যানেল (Bengali Channel) দেখতে গেলে বেশ ভাল খরচ করতে হচ্ছে। স্টার, জি, সোনি, নেটওয়ার্ক টিভি ১৮-সব সব আলাদা চ্যানেলের প্যাকেজে গিয়ে বাংলা টিভি দর্শকদের গ্য়াঁটের কড়ি অনেক খরচ হচ্ছে। এই প্যাক-গুলো নিলে সেটা দেখা যাচ্ছে না, তো আবার ওই প্যাকেজ নিয়ে ওটা দেখা যাচ্ছে না। তবে এবার টাটা স্কাই (Tata Sky) বাঙালী দর্শকদের জন্য নিয়ে এল আকর্ষক প্য়াক। শুধুমাত্র বাঙালি গ্রাহকদের জন্য চারটি নতুন প্যাক নিয়ে এসেছে টাটা স্কাই (Tata Sky)। এর মধ্যে দুটি ভ্যালু প্যা,ক অন্য দুটি প্রিমিয়াম প্যাক। সিরিয়াল থেকে খেলা। সব দেখা যাবে এই প্যাকে। আরও পড়ুন- ট্রাইয়ের নতুন নিয়মের পর এখন বাংলার এক নম্বর নিউজ চ্যানেল কোনটা
টাট স্কাইয়ে স্টার বাংলা (Star Bangla) ভ্যালু প্যাকের মধ্যে থাকছে ১৪ টি টিভি চ্যানেল। বাঙালী টিভি দর্শকদের জন্য এই প্যাক দেখার খরচ ৪৯ টাকা। তবে জিএসটি সহ এই প্যাকের পিছনে খরচ হবে ৫৭.৮০ টাকা। স্টার স্পোর্টস ২ (Star Sports 2), স্টার স্পোর্টস ৩ (Star Sports 3), ন্যাশানাল জিওগ্রাফিক, স্টার গোল্ড, জলসা মুভিস, সহ একাধিক চ্যানেল দেখা যাবে এই প্ল্যানে। দুটি ভ্যালু প্যাকের সঙ্গে দুটি প্রিমিয়াম প্যাক লঞ্চ করেছে স্টার। এক নজরে দেখে নিন এই প্যাক কেমন হবে-
স্টার বাংলা প্রিমিয়ামে দেখতে ৭৯ টাকা খরচ হবে। তবে জিএসটি দিয়ে চ্যানেলগুলি দেখতে খরচ হবে ৯৩.২ টাকা। মোট ১৭ টি চ্যানেল দেখা যাবে এই প্যাকে। থাকছে ন্যাট জিও ওয়াইল্ড, ফক্স লাইফ, ন্যাশানাল জিওগ্রাফিক, স্টার গোল্ড সিলেক্ট, স্টার স্পোর্টস ১ স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ৩ সহ একাধিক চ্যানেল।
স্টার বাংলা প্রিমিয়াম বি প্যাক দেখতে ৭৯ টাকা খরচ হবে। তবে জিএসটি সহ এই প্যাক দেখতে খরচ হবে ৯৩.২ টাকা। মোট ১৭ টি চ্যানেল দেখা যাবে এই প্যাকে। থাকছে ন্যাট জিও ওয়াইল্ড, ফক্স লাইফ, ন্যাশানাল জিওগ্রাফিক, স্টার গোল্ড সিলেক্ট, স্টার স্পোর্টস ১ স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ৩ সহ একাধিক চ্যানেল। তবে স্টার প্রিমিয়াম এ প্যাকে স্টার স্পোর্টস হিন্দি দেখা গেলেও স্টার প্রিমিয়াম বি প্যাকে স্টার স্পোর্টস ১ বাংলা দেখা যাবে।