Tanushree Dutta (Photo Credit: Instagram)

মুম্বই, ২৩ জুলাই: মঙ্গলবার হাউ হাউ করে কাঁদতে দেখা যায় তনুশ্রী দত্তকে (Tanushree Dutta)। নিজের বাড়িতেই তাঁকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ করেন অভিনেত্রী। নিজের বাড়িতে তনুশ্রী দত্তকে (Tanushree Dutta Viral Video) কে বা কারা হেনস্থা করছেন, সে বিষয়ে একাধিক প্রশ্ন উঠে আসতে শুরু করে। অভিনেত্রী যাতে কান্নাকাটি না করে গোটা ঘটনাটি খুলে বলেন, সে বিষয়ে অনেকেই মন্তব্য করেন। তবে তনুশ্রী দত্তের সঙ্গে কী হয়েছে, সে বিষয়ে কিছু না বলে,  তিনি শুধু কেঁদেই যান। পাশাপাশি তিনি আর সহ্য করতে না পেরে শেষে পুলিশকে ফোন করেছেন বলে জানান। তনুশ্রী দত্তের (Tanushree Dutta Brutally Trolled) ওই ভিডিয়ো দেখে সোশ্যাল মিডিয়ায় একাধিক মন্তব্য উঠে আসতে শুরু করে।

আরও পড়ুন: Tanushree Dutta Viral Video: বাড়ির মধ্যেই হেনস্থার শিকার, সোশ্যাল মিডিয়ায় কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী তনুশ্রী দত্ত

এই সেই ভিডিয়ো যেখানে তনুশ্রী দত্ত কাঁদতে শুরু করেন হু হু করে...

 

 

View this post on Instagram

 

al)

কেউ বলতে শুরু করেন, কান্না থামান। আপনার বোন কোথায়? কেউ আবার তনুশ্রীকে অ্যাটেনশন সিকার বলে কটাক্ষ করেন। কেউ জিজ্ঞাসা করেন, আপনার পরিবারই বা কোথায়?  আর বোন কোথায় রয়েছেন?  কেউ বলতে শুরু করেন, জনপ্রিয়তা পাওয়ার জন্য তনুশ্রী এসব করতে শুরু করেছেন। সবকিছু মিলিয়ে তনুশ্রী দত্তের কান্নার ভিডিয়ো সামনে আসতেই তা নিয়ে হইচই শুরু হয়ে যায়।

তবে বেশ কিছু মানুষ 'আশিক বানায়া আপনে' অভিনেত্রীর পাশে দাঁড়ান। তনুশ্রী যাতে মনের দিক থেকে শক্ত থাকেন, সেই আবেদন করেন। কেউ বলতে শুরু করেন, তনুশ্রীর কান্না তাঁদের মন ভেঙে দিচ্ছে। কেউ বলেন শক্ত থাকুন। কাঁদবেন না। ফলে তনুশ্রী দত্তের জনপ্রিয়তা যে এখনও অব্যাহত, তা এই সমস্ত মন্তব্য থেকে স্পষ্ট।